সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বাংলাদেশ গ্রাম থিয়েটারের ৪০ বছর পূর্তি উৎসব উপলক্ষে বগুড়ার সোনাতলা থিয়েটারের সাংগঠনিক আলোচনাসভা কেন্দ্রীয় নেতৃবৃন্দ। শুক্রবার দুপুরে সোনাতলা থিয়েটার সফরকালে সোনাতলা থিয়েটার সভাপতি নিপুন আনোয়ার কাজলের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম থিয়েটার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বাংলার হাজার বছরের ঐতিহ্য বাঁচিয়ে রাখতে গ্রাম থিয়েটার আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান এবং আগামী ৪০ বছর পূর্তি উৎসবে কর্মসূচি পালন এবং কেন্দ্রীয় ও পুণ্ড্র অঞ্চলের উৎসবে অংশগ্রহণের আহ্বান জানান। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম থিয়েটার কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান, বাংলাদেশ গ্রাম থিয়েটার পুণ্ড্র অঞ্চলের সমন্বয়কারী শাহাজাদ হোসেন বাদশা, রাজশাহী পুঠিয়া থিয়েটারের নাট্যকর্মী লিলি ফাতেমা ও কাহালু থিয়েটারের নাট্যকর্মী গুলশান আরা। সোনাতলা থিয়েটারের সাধারণ সম্পাদক শিমন আহম্মেদ বাদলের সঞ্চালনায় মতবিনিময়কালে বক্তব্য রাখেন সোনাতলা থিয়েটারের সহ-সভাপতি প্রভাষক ইকবাল কবির লেমন, তাহেরুল ইসলাম উজ্জ্বল, মাসউদুর রহমান তরুণ, সোনাতলা থিয়েটারের সাবেক সাধারণ সম্পাদক রমজান আলী নুরুন্নবী, সুলতান মাহমুদ পলাশ ও ভোর হলো’র সভাপতি শাহাদৎজামান শাহীন। বাংলাদেশ গ্রাম থিয়েটার পুণ্ড্র অঞ্চলের উদ্যোগে সাংগঠনিক সফরের দ্বিতীয় দিন এ সফর অনুষ্ঠিত হয়। সোনাতলা থিয়েটার সফর শেষে নেতৃবৃন্দ সারিয়াকান্দি যমুনা থিয়েটার সফর করেন। এর আগে গত বৃহস্পতিবার কেন্দ্রীয় নেতৃবৃন্দ গাবতলীর গোলাবাড়ী থিয়েটার সফর করেন।
Leave a Reply