বগুড়া প্রতিনিধিঃ ২০২৪-২৫ শিক্ষাবর্ষে নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি পরীক্ষায় বিপর্যয়কর ফলাফলের কারণে শিক্ষার্থী সংকটে পড়া দেশের বেসরকারি নার্সিং ইনস্টিটিউটগুলোর ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। এই সংকট উত্তরণে মঙ্গলবার ঢাকার মিরপুরে “বাংলাদেশ প্রাইভেট নার্সিং ইনস্টিটিউট ও কলেজ ও নার্স অ্যাসোসিয়েশন”-এর এক জরুরি আলোচনা সভা এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: জহিরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় সহকারী সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা সহ সারাদেশ থেকে দুই শতাধিক নার্সিং ইনস্টিটিউটের চেয়ারম্যান, পরিচালক ও উদ্যোক্তা অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসনাত মোঃ ইয়াহিয়া। তিনি বলেন, “বর্তমান ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে দেশের অধিকাংশ ইনস্টিটিউট শিক্ষার্থী না পাওয়ার চরম সংকটে পড়েছে। এভাবে চলতে থাকলে অনেক ইনস্টিটিউট বন্ধ হয়ে যাবে, ফলে নার্স উৎপাদন কমে যাবে এবং জাতীয় স্বাস্থ্যখাত ক্ষতিগ্রস্ত হবে।”
সভায় বর্তমান ভর্তি পরীক্ষার পাসের হার, শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের মাঝে আতঙ্ক ও অনিশ্চয়তা, অধিকাংশ প্রতিষ্ঠানে আসন ফাঁকা থাকাসহ বিভিন্ন সমস্যা নিয়ে প্রধান উপদেষ্টার সদয় দৃষ্টি আকর্ষণের জন্য স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় ফলাফল পুনর্মূল্যায়ন ও পাসের হার পুনর্বিবেচনার দাবি, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, নার্সিং কাউন্সিল এবং স্বাস্থ্য শিক্ষা মন্ত্রণালয়ের সাথে উচ্চপর্যায়ের বৈঠক, “বেসরকারি নার্সিং শিক্ষা ও প্রতিষ্ঠান রক্ষা কমিটি” নামে একটি ফোরাম গঠন এবং প্রয়োজনে মানববন্ধন ও সংবাদ সম্মেলনের মত গণতান্ত্রিক কর্মসূচি গ্রহণ করার সিদ্ধান্ত হগয়।
এ আলোচনা সভা দেশের বেসরকারি নার্সিং শিক্ষা ব্যবস্থার টেকসই ভবিষ্যৎ গঠনে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে বলে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন।
Leave a Reply