আব্দুর রাজ্জাক, সোনাতলাঃ বগুড়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক বিএনপি নেতা মো: শোকরানা (কেটলি) বলেন, ‘আমি মূলত নির্যাতিত বিএনপিদের পাশে দাঁড়ানোর জন্য নির্বাচনে এসেছি। বিএনপির নেতা-কর্মীরা এখনও আমাকে ভালোবাসে। তারা চেয়েছেন আমি যেনো নির্বাচনে আসি। তাই নির্বাচনে আসা’।
আজ শুক্রবার বিকেল চারটায় বগুড়ার সোনাতলা উপজেলার সোনাতলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘বিভিন্ন দেশের চাপ আছে এ সরকারের উপর। সুতরাং এবার তেরিবেরি করার সুযোগ নেই। নির্বাচন সুষ্ঠই হবে। আমার এখন চুয়াত্তর বছর বয়স। আর বেশিদিন নেই তাই শেষ সুযোগ হিসেবে নির্বাচনে দাড়ালাম’।
এসময় উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুজাউদ্দৌলা মঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক লুৎফুল হায়দার, সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলামসহ বিএনপির সাবেক নেতাকর্মীরা।
Leave a Reply