আব্দুর রাজ্জাক, সোনাতলাঃ বাংলাদেশ আওয়ামীলীগের রাজশাহী বিভাগের দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এস এম কামাল বলেছেন, নির্বাচনে নিশ্চিত পরাজয় বুঝতে পেরে বিএনপির মাথা নষ্ট হয়ে গেছে। তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে চায়। তারা মানুষ হত্যা করে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। এদেশের মানুষ তাদের সেই স্বপ্ন কখনও বাস্তবায়ন হতে দেবে না।
তিনি গতকাল বুধবার বগুড়ার সোনাতলা সরকারী মডেল স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক বিশাল কর্মী সমাবেশে উপরোক্ত কথা বলেন। তিনি তার বক্তব্যে আরও বলেন, এদেশের ১৮ কোটি মানুষ ২০০৮ সালের ন্যায় ২০২৪ সালেও ব্যালট বিপ্লবের মাধ্যমে তাদেরকে প্রত্যাখান করবে। তারা দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এলে এদেশের মানুষ অশান্তিতে থাকে। দেশে খুন, ডাকাতি, রাহাজানি বৃদ্ধি পায়। দরিদ্র মানুষ আরও দরিদ্র হয়। দেশের অর্থনৈতিক মেরুদন্ড ভেঙ্গে পড়ে। দেশ খাদ্য শূন্য হয়ে পড়ে। অপরদিকে বাংলাদেশ আওয়ামীলীগ এদেশের খেটে খাওয়া অভাবী মানুষের দল। আমরা ক্ষমতায় এলে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারে। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এদেশের মানুষ আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনবে।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. লিটনের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড. জাকির হোসেন নবাব, যুগ্ম সম্পাদক আসাদুর রহমান দুলু, সারিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল প্রমুখ।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com