মুহাম্মাদ আবু মুসাঃ রবিবার বগুড়ার গাবতলী পাইলট হাইস্কুল মাঠে উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আয়োজনে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় আমীর (পীর সাহেব চরমোনাই) মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গাবতলী উপজেলা শাখার সভাপতি হাফেজ আইনুল হকের সভাপতিিত্বে ও সেক্রেটারী সুলতান মাহমুদ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নায়েবে আমীর মাওঃ আব্দুল হক আজাদ,।বগুড়া জেলা শাখার উপদেষ্টা আবুল কালাম আজাদ, জেলা সভাপতি মাওঃ আ,ন,ম মামুনুর রশিদ, সহ-সভাপতি আব্দুল মতিন, সেক্রেটারি অধ্যাপক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, গাবতলী উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুর রশিদ কাতুলী, সহকারী সেক্রেটারি মাওঃ ফয়সাল আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মাওঃ মাইনুর হাসান, গাবতলী পৌরসভা সভাপতি মিজানুর রহমান মানিক, সেক্রেটারি জাহাঙ্গীর আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি সংগঠনের কেন্দ্রীয় আমীর (পীর সাহেব চরমোনাই) মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, তেঁতুল গাছ থেকে যেমন আম আশা করা যায় না তেমনি ইসলাম ছাড়া শান্তি আশা করা যায় না। তিনি বলেন, ভারতে বসে পলাতক শেখ হাসিনা দেশ নিয়ে নানা ষড়যন্ত্র করছে। চরমোনাই পীর মুফতি রেজাউল করিম বলেন, দুর্নীতিবাজদের গ্রেফতার করে বিচারের আওতায় এনে তাদেরকে নির্বাচনে অযোগ্য করতে হবে।
দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের কোন বিকল্প নেই।
Leave a Reply