সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম আজ সোমবার প্রচারের শেষ সময়ে বগুড়া সদরের এরুলিয়া বাজারে একতারা প্রতীকের প্রচার আনুষ্ঠানিকভাবে শেষ করেছেন। এর আগে তিনি এখান থেকেই তার নির্বাচনী প্রচার শুরু করেছিলেন।
স্থানীয় লোকজন জানান, সোমবার সকালে হিরো আলম কর্মীদের নিয়ে এরুলিয়া বাজারে আসেন। সেখানে দেশের বিভিন্ন জেলা থেকে আসা তার ভক্তদের সঙ্গে কথা বলেন। অনেকে হিরো আলমের জন্য ফুল-মিষ্টি নিয়ে এসেছেন। কেউবা আবার নিয়ে এসেছেন নিজেদের ক্ষেত-খামারের ফল। কেউ কেউ নিয়ে এসেছেন হিরো আলমের নির্বাচনী প্রতীক ‘একতারা’।ভক্তদের ভালোবাসায় মুগ্ধ ও অভিভূত হওয়ার কথা জানিয়ে হিরো আলম বলেন, ‘যার যা সামর্থ্য, তাই নিয়ে ভক্তরা আমার নির্বাচন দেখার জন্য বিভিন্ন জেলা থেকে ছুটে এসেছেন। নিজের টাকা খরচ করে তারা বগুড়ায় এসেছেন, থাকা-খাওয়ার খরচ নিজেরা জোগাড় করে নিয়ে এসেছেন। ভোটের দিন পর্যন্ত তারা বগুড়ায় অবস্থান করবেন। বিজয় দেখে ঘরে তারা ফিরবেন বলে জানিয়েছেন।’
এরুলিয়া বাজারে নির্বাচনী প্রচার চালানোর সময় হিরো আলম বলেন, ‘নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে। তবে সব ষড়যন্ত্র প্রতিহত করবেন ভোটাররা। সুষ্ঠু ভোট হলে দিন শেষে বিজয়ের মালা আমিই পরব।’
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com