গোলাম রব্বানী শিপন, মহাস্থান (বগুড়া): নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো’র) চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ মহাস্থানগড় পরিদর্শন করেছেন।
শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে তিনি মহাস্থানগড় হযরত শাহ সুলতান বলখী মাহীসওয়ার (রহঃ) এর মাজার শরীফ পরিদর্শন ও জিয়ারত করেন। এসময় মহাস্থান মাজার মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন মহাস্থান মাজার মসজিদ কমিটির যুগ্ম সম্পাদক তাহেরুল ইসলাম, সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা এ এইচ এম রবিউল করিম, খতিব হাফেজ মাও. এমদাদুল হকসহ অত্র প্রতিষ্ঠানের কর্মচারীবৃন্দ।
পরে তিনি মহাস্থানগড়ের প্রত্নত্ত্ব জাদুঘর এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি মহাস্থানগড়ের ইতিহাস ও এর সম্পর্কে জানে মুগ্ধ হোন।
Leave a Reply