গোলাম রব্বানী শিপনঃ গড়মহাস্থান শালবাগান গ্রামে গ্যাস ট্যাবলেট খেয়ে চুমকি বেগম (৪০) নামের এক গৃহবধূ আত্মহত্যার খবর পাওয়া গেছে। বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের গড়মহাস্থান শালবাগান গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের রহমতবালা গ্রামের মোশাররফ হোসেন তিনি চুমকিকে ২য় বিয়ে করে গড়মহাস্থান শালবাগান একটি ভাড়া বাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। মোশাররফ হোসেন তিনি পেশায় গরু ব্যবসায়ী। তার প্রথম স্ত্রীর মেয়ে মোর্শেদা খাতুন (২৫)কে মাঝেমাঝেই রক্ত দিতে হয়। গত শনিবার মোর্শেদা বাবা মোশাররফ হোসেন কে নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য গড়মহাস্থান ওই ভাড়ার বাড়িতে আসেন। এসময় সৎ মা চুমকি বেগম স্বামী মোশাররফ হোসেন কে মেয়ের সাথে যেতে বাড়ন করেন৷ এ নিয়ে স্বামী- স্ত্রীর মাঝে বাকবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে স্ত্রীর প্রতিবন্ধকতা তোয়াক্কা না করে সে মেয়েকে নিয়ে হাসপাতালে যায়।
এদিকে চুকমি বেগম স্বামীকে আটকাতে না পেরে মনের ক্ষোভে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে যন্ত্রণায় চিৎকার শুরু করেন। এসময় প্রতিবেশীরা টের পেয়ে তাঁকে দ্রুত উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করে দেয়।
সেখানে চিকিৎসারত অবস্থায় রবিবার দিবাগত-রাত ১১ টায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে জানতে চাইলে, ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, শুনেছি গৃহবধূ চুমকি গ্যাস ট্যাবলেট খেয়ে জিয়া মেডিকেল হাসপাতালে মারা গেছেন। সেখান থেকে আমাদের তদন্তের রিপোর্ট চাওয়া হয়েছিল আমরা তদন্ত করে রিপোর্ট দিয়েছি। এবিষয়ে থানায় কেউ কোন অভিযোগ করেনি।
Leave a Reply