1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনাতলায় অগ্নীকান্ডে ক্ষতিগ্রস্ত ভ্যান চালককে গরু দিলেন ইউপি চেয়ারম্যান টুল্লু সোনাতলায় নাম্বার বিহীন ট্রাকের যন্ত্রাংশ আলাদা করার সময় দুইজন আটক বগুড়ায় ধান কেটে মজুরি না পাওয়ায় ৫ দিনমজুরের থানায় অভিযোগ গাবতলীর বাগবাড়ীতে শহীদ জিয়া কলেজ সরকারীকরণের দাবীতে লিফলেট বিতরণ কাহালুতে আওয়ামীলীগ নেতা গ্রেফতার কাহালুতে দুই ব্যবসায়ীকে ৮৫ হাজার টাকা জরিমানা বগুড়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সোনাতলায় ১০২ মুক্তিযোদ্ধাকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের চিঠি সারিয়াকান্দিতে জমিজমা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৫ জন আহত সোনাতলায় এক সন্তানের জননীকে নিয়ে যুবক উধাও, থানায় অভিযোগ

মহাস্থানে পেঁয়াজের দাম ২ দিনের ব্যবধানে আবার ৮০ টাকা কেজি

  • মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৫

গোলাম রব্বানী শিপন, বিশেষ প্রতিনিধিঃ বিরূপ আবহাওয়ায় ফলন ভালো না হওয়ায় এবছর ভারতের বাজারে পেঁয়াজের সঙ্কট তৈরি হয়েছে। সে কারণে গত অগাস্টে পেঁয়াজ রপ্তানির ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপের মধ্য দিয়ে বিধি নিষেধ আরোপ শুরু করে ভারত।
ভারতের বাজারে দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টায় আগামী মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার। গত বৃহস্পতিবার জারি করা এ আদেশ শুক্রবার থেকেই কার্যকর করা হয়েছে। আর এ খবর পেয়েই এক শ্রেণীর অসাধু ব্যক্তিরা রাতারাতি পেঁয়াজের দাম বাড়িয়ে দেয় ৩গুণ। ভারতের পেঁয়াজ না এলে বাংলাদেশে পেঁয়াজের চরম সংকট হবে এমন গুজবে তারা পেঁয়াজের দাম বাড়িয়ে দেয়।
এদিকে শীত মৌসুমে দেশে পর্যাপ্ত উৎপাদন হয়েছে পেঁয়াজ। মঙ্গলবার সকাল ১১টায় মহাস্থান পাইকারী পেঁয়াজ বাজার গিয়ে দেখা যায়, অন্যান্য জেলার মত বগুড়ার মহাস্থান হাটেও পেঁয়াজের দরপতন হয়েছে। গত ২ দিন আগে যে মুড়িকাটা পেঁয়াজের দাম ছিল মহাস্থান বাজারে ২০০ টাকা কেজি। সেই পেঁয়াজ এখন পাইকারী বাজারে ৮০ থেকে ৮৪ টাকা কেজি।
২ দিনের ব্যবধানে মহাস্থান পাইকারী পেঁয়াজের দাম অনেক কমলেও বর্তমান বাজারে পেঁয়াজের এই দাম পেয়ে কৃষক খুশি। কিন্তু পেঁয়াজের বাজার নির্দিষ্ট স্থিতিশীল না থাকায় লোকসানের শঙ্কায় হিসাব-নিকাশ করে কিনছেন ব্যবসায়ীরা। মহাস্থান হাটে পেঁয়াজ বিক্রি করতে আসা কৃষকেরা জানান, সরবরাহ বৃদ্ধি পাওয়ায় কমছে দাম। তবে দাম কমে গেলেও লাভ হচ্ছে বলে তারা জানান।
শিবগঞ্জ উপজেলার হরিপুর থেকে আসা কৃষক অতুন চন্দ্র দেব বলেন, বর্তমান বাজার ৮০ থেকে ৮৪ টাকা কেজি পেঁয়াজ পাইকারী বিক্রি করেও আমাদের বেশ লাভ হচ্ছে। আশা করি কেজি ৫০ থেকে ৬০ টাকা করে থাকলেও আমাদের লোকসান হবে না।
জালাল উদ্দীন নামে আরেক কৃষক বলেন, পেঁয়াজের চাহিদা থাকায় হাটে নিয়ে আসলাম। এসে দেখি অনেক পেঁয়াজ। সরবরাহ বাড়ায় পেঁয়াজের দাম কমছে। প্রতিদিনই সরবরাহ বাড়বে। তাই যেগুলোকে বিক্রির উপযোগী হয়েছে সেগুলো বিক্রি করে দিচ্ছি। লাভও হচ্ছে বেশ।
মহাস্থান হাটে পাইকারী পেঁয়াজ ব্যবসায়ী শামীম হোসেন বলেন, আজ দফায় দফায় পেঁয়াজের দাম কমায় খুব হিসাব কষে কিনতে হচ্ছে। একটু এদিক-সেদিক হলেই লসের সম্মুখীন হতে হবে। হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার কারন জানতে চাইলে তিনি বলেন, ভারত ইতিমধ্যেই পেঁয়াজ বাংলাদেশে না আসার নিষেধাজ্ঞা দিয়েছে। এবং কয়েক দিন বৈরী আবহাওয়ার কারণে অনেকেই ক্ষেত থেকে পেঁয়াজ তুলতে পারেনি। এখন আবহাওয়ার স্বাভাবিক হওয়ায় দেশী জাতের পেঁয়াজে বাজার ভরপুর হয়েছে। ভারতের নিষেধাজ্ঞা আর বৈরী আবহাওয়া জনিত কারণে হঠাৎ পেঁয়াজের বাজার অস্থিতিশীল বলে তিনি জানিয়েছেন। মহাস্থান হাটে খুচরা সবজি বিক্রেতা মোস্তাফিজুর রহমান মোস্তা জানান, আবহাওয়া ও পরিবহন স্বাভাবিক থাকলে বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ আরও বাড়বে। এতে পেঁয়াজের দাম আরও কমবে। বাড়ার কোনো সুযোগ নেই। এখন আমদানি না থাকলেও কোনো সমস্যা নেই কারণ দেশি পেঁয়াজের মৌসুম। ফলে দাম কমবেই। এ অবস্থায় অন্য দেশ থেকে আমদানি বন্ধ হলেও দেশের বাজারে বিরূপ প্রভাব পড়বে না বলে জানান ব্যবসায়ীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট