গোলাম রব্বানী শিপন, মহাস্থান (বগুড়াঃ) বগুড়ার মহাস্থানে জাতীয় স্বাধীনতা দিবস উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক ও নাটক পরিবেশিত হয়েছে। বৃহস্পতিবার রাত ৯ টায় শ্রমিক সংগঠনের আয়োজনে মহাস্থান মাহীসওয়ার ডিগ্রী কলেজ মাঠে ১০ তম অধিবেশনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, মনোজ্ঞ সাংস্কৃতিক ও নাট্যের আয়োজন করা হয়। বিশিষ্ট ব্যবসায়ী বাবুল মিয়া বাবু'র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বগুড়া-০২ শিবগঞ্জ-৩৭ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ। এসময় তিনি তার বক্তব্যে বলেন, স্বাধীনতার ৫৩তম বিজয় বার্ষিকীতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তানদের। একটি দেশই পেরেছে ত্রিশ লক্ষ শহীদ ও দুই লক্ষ মা-বোনদের যাদের সম্ভ্রমের বিনিময়ে এ দেশ মহান স্বাধীনতা অর্জন করেছে। স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মদের উজ্জীবিত করতে হবে। তিনি আরও বলেন, আজকের বিজয়ের এ মাসে মুক্তিযুদ্ধের চেতনাবহ সমৃদ্ধ সোনার বাংলা গড়তে আসুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, মোশাররফ হোসেন, বেলায়েত হোসেন বেলাল, জিয়াউর রহমান জিয়া, ইউসুফ হেসেন, মোজাফফর হোসেন প্রমূখ।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com