গোলাম রব্বানী শিপন, মহাস্থান (বগুড়া)ঃ বাল্যবিবাহ, মাদক ও আত্মহত্যাকে ‘না’ জানিয়ে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম এর কাছে প্রতিজ্ঞা করেছে বগুড়ার মহাস্থান উচ্চ বিদ্যালয়ের সাড়ে ৭শতাধিক শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা ওসি মুনজুরুল আলমের কাছে বাল্যবিবাহ আত্মহত্যা ও মাদকের কুফল সম্পর্কে জানতে পেরে শুধু নিজেদের ক্ষেত্রে নয়, নিজ এলাকাতেও যাতে কোন বাল্যবিবাহ মাদক কারবার সংঘটিত না হতে পারে সে জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
বৃহস্পতিবার (৯ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় মহাস্থান হাই স্কুল মাঠে ‘মাদক, বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে শিবগঞ্জ থানা পুলিশের আয়োজনে আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময়ে প্রধান অতিথি হিসেবে ছিলেন, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম।
মহাস্থান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন, শিবগঞ্জ থানা পুলিশ উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন।
এতে প্রধান অতিথির বক্তব্যে ওসি মনজুরুল আলম বলেন, আমরা জানতে পেরেছি সাম্প্রতিক দেশে আত্মাহত্যা বাল্য বিবাহের ও মাদকের প্রবণতা অনেকে বেড়ে গেছে। গোপনে মাদক ও বাল্যবিবাহের সম্পাদনা হয়ে থাকে। এতে ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। তাই সবাইকে সচেতন হতে হবে এবং এসব প্রতিরোধ করতে হবে। তিনি মাদক, বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বাল্যবিবাহ সহ যে কোন নির্যাতনের তথ্য জানাতে সরাসরি শিবগঞ্জ থানা পুলিশ অথবা সরকারি জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথির সাথে সবাই সম্মিলিত কণ্ঠে বাল্যবিবাহ মাদক ও আত্মহত্যা কে একসাথে ‘না’ বলেন উপস্থিত সাড়ে ৭ শতাধিক শিক্ষার্থী।
প্রায় ঘন্টা ব্যাপী অনুষ্ঠান শেষে শিক্ষার্থী সাংবাদিকদের জানান, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আজ বাল্যবিবাহের কুফল সম্পর্কে পুংখানুপুঙ্খ অবগত হলাম। এখন থেকে শুধু নিজেদের ক্ষেত্রে নয়, এলাকার যে কোন বাল্যবিবাহ প্রতিরোধে সোচ্চার ভূমিকা পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা আরও জানান, আমাদের এলাকায় কয়েক জনের বাল্য বিবাহ হয়েছে। এর কুফল সম্পর্কে কিছুটা হলেও অবগত হলাম। কিন্তু আমরাও যে এই বাল্য বিবাহ প্রতিরোধ করতে পারি-সে সম্পর্কে কোন ধারনা ছিলো না বা সাহস ছিল না। আজকে ওসি সাহেবের মাধ্যমে আমরা নিশ্চিত হলাম এবং সাহস পেলাম যে আমরাও প্রতিরোধ করতে পারি এই মাদক ও বাল্যবিবাহ। বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে এখন থেকে কঠোর অবস্থানের কথা জানান মহাস্থান উচ্চ বিদ্যালয়ের ৭৫০শিক্ষার্থী।
এতে উপস্থিত ছিলেন, মহাস্থান প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান মিটু, শিবগঞ্জের সিনিয়র সাংবাদিক সোহেল আকতার মিঠু, মহাস্থান প্রেসক্লাবের কোষাধ্যক্ষ গোলাম রব্বানী শিপন, মহাস্থান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম, সোহেলী পারভীন, আয়েশা ছিদ্দিকা, শহিদুল ইসলাম, সুফি আলম, খায়রুল ইসলাম, শহীদুল ইসলাম, মেহেরুল ইসলাম, এস এম হাবিবুর রহমান, ফেরদৌস আলম, লিখন প্রাং, তোয়াফ মন্ডল, জাহেদুল ইসলাম প্রমূখ।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com