গোলাম রব্বানী শিপনঃ বগুড়ার মহাস্থান প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে শিবগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুর ১২টায় মহাস্থান প্রেস ক্লাবের সভাপতি আনিছুর রহমান মিটুর সভাপতিত্বে থানা কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতি আনিছুর রহমান মিটু সহ প্রেস ক্লাবের সংবাদিকেরা বক্তব্যে বলেন, পুলিশ এবং সাংবাদিক পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখা হবে। মাদকমুক্ত ও ইভটিজিং মুক্ত করতে সম্মিলিত প্রচেষ্টা, কিশোর গ্যাং কালচার নির্মুল, থানাকে দালাল মুক্ত রাখা। বিনা অপরাধে মানুষকে হয়রানি মুক্ত রাখার দাবি জানানো হয়।
এসময় (ওসি) বলেন, আপনাদের সহযোগিতা ছাড়া আমার একার পক্ষে থানা নিয়ন্ত্রণ করা কঠিন হবে। যে কোন অপরাধ দমনে আপনাদের তথ্য আদান-প্রদান এবং সার্বিক সহযোগিতা আইনশৃঙ্খলা রক্ষায় বড় ভূমিকা রাখতে পারে৷ সবার আলোচনার সাথে একমত পোষণ ও সমস্যা গুলো দ্রুত সময়ের মধ্যে সমাধানের আশা প্রকাশ করেন নবাগত ওসি হান্নান। পরে নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, সহসভাপতি আব্দুর রহিম সাজু, তাহেরা জানান লিপি, কোষাধ্যক্ষ গোলাম রব্বানী শিপন, প্রচার সম্পাদক আব্দুল বারী, ক্রীড়া সম্পাদক সাফায়াত সজল, নির্বাহী প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আব্দুল বাছেত, আজিজুল হক বিপুল, আব্দুর রহিম, রসুল খন্দকার প্রমূখ।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com