গোলাম রব্বানী শিপন, মহাস্থান বগুড়াঃ গত ১৫ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও বগুড়া থেকে প্রকাশিত স্থানীয় কিছু পত্রিকায় “হয়রানী ও ভূমি দস্যু” আখ্যায়িক করে শিরোনামে যে সংবাদ প্রকাশি হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মহাস্থান প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন, রায়নগর ইউনিয়নের কাজীপুর গ্রামের মৃত আলতাফ হোসেন এর পুত্র রায়নগর ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইসরাফিল হোসেন। বৃহস্পতিবার বেলা ১১ টায় বগুড়ার মহাস্থান প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, রায়নগর ইউনিয়নের কাজীপুর গ্রামের মজিবর রহমানের পুত্র মানিক মিয়া গত ১৫ মার্চ আমাকে জড়িয়ে মাদক ব্যবসায়ী, ভূমি দস্যু উল্লেখ করে যে মানহানিকর তথ্য প্রচার করা হয়েছে, তা সম্পূর্ন মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও বিভ্রান্তমূলক। আমি দীর্ঘদিন যাবৎ সমাজ সেবক হিসেবে কাজ করি। পরে ৫নং ওয়ার্ডে ইউপি সদস্য হিসেবে জনগণের বিপুল ভোটে নির্বাচিত হয়ে সুনামের সাথে সচ্ছতা ও জবাবদিহীতার সহিত উক্ত পরিষদের সকল উন্নয়ন সুষম বন্টন করে আসিতেছি। এরই ধারাবাহিকতায় এলাকার কিছু চিহ্নিত অসৎ ব্যক্তিরা আমার জনপ্রিয়তার প্রতি ঈর্ষান্বিত হয়ে আমাকে সামাজিক ভাবে একেরপর এক হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করেই চলছে। তারা শুধু আমাকে সামাজিক ভাবে হেয় নয়, গত ১২/৩/২০২৩ ইং দিবাগত রাতে আমাকে এবং আমার পরিবারকে হত্যার উদ্দেশ্যে আমার বাড়ির উঠানে রাখা খড়ের পালায় অগ্নি সংযোগ ও নাশকতার তান্ডব চালায়। আগুন লাগার পর এলাকাবাসী আমাদের রক্ষা করেন। এতে আমার পরিবার অলৌকিক ভাবে বেচেঁ যায়। একই ভাবে তারা গত ২০২১ সালে নভেম্বর মাসে আমার বাড়ির সামনে চাষকৃত মৎস্য পুকুরে বিষ ক্রিয়া প্রয়োগ করে অনুমান ৭/৮ লক্ষ টাকার মাছ নিধন করে। সর্বশেষ অগ্নি সংযোগ করে আমাকে হত্যা চেষ্টায় ব্যর্থ হয়ে মিথ্যা সংবাদ সম্মেলন করে আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। তারা নিজেকের দোষ আড়াল করতে মিথ্যা সংবাদ সম্মেলন করে এটাই প্রমান করে যে গত ১২/৩/২০২৩ইং আমার বসত বাড়িতে হত্যার উদ্দেশ্যে অগ্নিকান্ড ঘটায় এবং তারাই এ ঘটনার সাথে জড়িত।
তিনি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য অনুরোধ জানিয়ে প্রশাসনকে সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য দাবী জানান। সংবাদ সন্মেলনে উপস্থিন ছিলেন, রায়নগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা দেলোয়ার হোসেন, আফছার আলী, শহিদুল ইসলাম মন্ডল, জামাল উদ্দিন ফকির,মিঠু মিয়া,আমিনুর ইসলাম,আবু রায়হান,সাইফুল ইসলাম,ফারুক হোসেন,আল মামুন,ইমরান হোসেন,আতিকুল ইসলাম,জিহাদ,রায়হানুল ইসলাম বিপু,জাহিদুল ইসলাম প্রমূখ।
Leave a Reply