গোলাম রব্বানী শিপন, মহাস্থান বগুড়াঃ ২৬ মার্চ মহান মুক্তিযুদ্ধের চেতনায় বগুড়ার মহাস্থান মর্নিং সান কেজি স্কুল অ্যান্ড হাইস্কুলের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ৮টায় মহাস্থান মর্নিং সান কেজি স্কুল অ্যান্ড হাইস্কুলের প্রধান শিক্ষক হাফিজুর রহমানের নেতৃত্বে শিক্ষার্থীদের নিয়ে একটি র্যালী বের হয়ে মহাস্থান কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা অঞ্জলি জানিয়ে মর্নিং সান কেজি স্কুলে গিয়ে আবারও সমাবেত হয়।
এসময় শিক্ষার্থীদের ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের তাৎপর্যপূর্ণ তুলে ধরে এ দিবসের চেতনাকে লালন করতে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান শিক্ষক তার বক্তব্য বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে আজকের শিক্ষর্থীরাই ভরসা। দেশপ্রেম নিয়ে আধুনিক সমাজ বিনির্মাণে তোমাদেরই এগিয়ে আসতে হবে।
স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে এ প্রজন্মের শিক্ষার্থীদের তিনি ভূমিকা রাখার আহ্বান জানান। এতে আরও বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক সাজেদুর রহমান সাজু, এছাড়াও শিক্ষার্থীদের সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনসহ স্বাধীনতার চিত্রঙ্কন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক মেহেদী হাসান, মিজানুর রহমান, শাম্মী আক্তার, সহিদা খাতুন, জিনাত আক্তার লিপি, সুমাইয়া আক্তার, অফিস সহকারী হোসনেয়ারা আক্তার সহ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com