1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনাতলায় অগ্নীকান্ডে ক্ষতিগ্রস্ত ভ্যান চালককে গরু দিলেন ইউপি চেয়ারম্যান টুল্লু সোনাতলায় নাম্বার বিহীন ট্রাকের যন্ত্রাংশ আলাদা করার সময় দুইজন আটক বগুড়ায় ধান কেটে মজুরি না পাওয়ায় ৫ দিনমজুরের থানায় অভিযোগ গাবতলীর বাগবাড়ীতে শহীদ জিয়া কলেজ সরকারীকরণের দাবীতে লিফলেট বিতরণ কাহালুতে আওয়ামীলীগ নেতা গ্রেফতার কাহালুতে দুই ব্যবসায়ীকে ৮৫ হাজার টাকা জরিমানা বগুড়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সোনাতলায় ১০২ মুক্তিযোদ্ধাকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের চিঠি সারিয়াকান্দিতে জমিজমা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৫ জন আহত সোনাতলায় এক সন্তানের জননীকে নিয়ে যুবক উধাও, থানায় অভিযোগ

মহাস্থান মাজারে সাদকার গোস্ত বিতরণ নিয়ে অপপ্রচারঃ এলাকাবাসীর মাঝে ক্ষোভ

  • সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ৪২৭

গোলাম রব্বানী শিপনঃ বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড় হযরত শাহ সুলতান (রহ.) এর মাজারের সদকার গোস্ত বন্টনের অনিয়ম উল্লেখ করে অপপ্রচারকারীদের বিরুদ্ধে এলাকাবাসী ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন।
উল্লেখ্য, গত শনিবার কিছু অসাধু হলুদ সাংবাদিক মহাস্থানগড় হযরত শাহ সুলতান (রহ.) এর মাজারে জনৈক একজন ব্যক্তি সদকা হিসাবে একটি গরু জবাই করেন। তার গোস্ত গরীবদেরকে দিতে বলেন। অথচ জবাইকৃত সে গরুর গোস্ত গরীবদেরকে না দিয়ে মাজারের কর্মকর্তা কর্মচারী নিজে ভাগবাটোয়ারা করে নিয়েছে মর্মে এমন ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে এলাকাবাসী তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
মহাস্থান মাজার এলাকাবাসী ও সিসিটিভি ক্যামেরা ফুটেজ সূত্রে জানা যায়, রংপুর মডার্ণ এলাকা থেকে ১ জনৈক ব্যক্তি মহাস্থানগড় হযরত শাহ সুলতান (রহ.) এর মাজারে একটি গরু সদকা হিসেবে মান্নত করেন। মান্নতপুণ্য করতে তিনি গত ৪ অক্টোবর বুধবার মহাস্থান হাট থেকে ১টি গরু ক্রয় করে মাজার চত্বরে নিয়ে আসেন। এরপর ওই ব্যক্তি তার মান্নতকৃত গরু স্থানীয় কসাই আরিফুল ইসলামের মাধ্যমে জবাই করে তিনি নিজেই মাজারে থাকা গরীব, অসহায় ছিন্নমূল মানুষদের মাঝে বন্টন করেন।
গরু মান্নতকারী নিজেই গোস্ত গরীব দুঃখীদের মাঝে বিতরণ করেছেন এমন দৃশ্য মহাস্থান মাজার কমিটির সিসিটিভি ফুটেজের কয়েক মিনিটের ভিডিও তেও সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে মহাস্থান মাজার কমিটির প্রশাসনিক কর্মকর্তা জাহেদুর রহমান জানান, গত ৪ তারিখ বুধবার মহাস্থান মাজারে রংপুর থেকে আসা ১ ব্যক্তি তার মান্নতকৃত গরু সবাই করে সে নিজেই এলাকার গরীব মিসকিনদের মাঝে বিতরন করেছেন। এবিষয়ে আমাকে কেউ বলেনি বা আমি জানিও না। পরে সিসি- টিভি ফুটেছে বিতরণের ভিডিও দেখে নিশ্চিত হয়েছি। যারা অপপ্রচার করেছে তারা আমার কাছে কোন বক্তব্যও নেয়নি। মান্নতকারী নিজেই গরু জবাই করে বিতরণ করেছে, এতে মাজার কমিটির কোন সংশ্লিষ্টতা নেই। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি বলেন, মহাস্থান মাজার ও মসজিদ হলো একটি ধর্মীয় প্রতিষ্ঠান। মাজারে সাদকা বিতরণ মাজার কমিটির কাজ নয়। মাজারে যারা মান্নত করেন তাদের সহযোগীতা করা মাজার কমিটির দায়িত্ব। সেটিই তারা করেছেন। তাছাড়া মান্নতকারী নিজেই গোস্ত বিতরণ করেছেন। মাজারে পবিত্রতা নষ্ট করে যারা এ হীন অপপ্রচার করেছে তাদের আগে জানা দরকার ছিল এটি সাধারণ কোন বিষয় নয়। নিজেদের মনগড়া করে সবকিছু তুচ্ছ তাচ্ছিল্য ভাবে অপপ্রচার করা কোন জ্ঞানীবান ব্যক্তিদের কাজ নয়। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, মহাস্থান হযরত শাহ সুলতান (রহ.) একটি পবিত্র মাজার শরীফ কে নিয়ে সাদকাকৃত গরুর গোস্ত বিতরণের যে অনিয়মের কথা বলা হচ্ছে, এটি আমিও শুনেছি। এবিষয়ে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মহাস্থান এলাকাবাসী ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় জানান, উত্তরবঙ্গের বিখ্যাত ওলীয়ে কামেল হযরত শাহ সুলতান (রহ.) এর মাজার ও মসজিদে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মাজার জিয়ারতকারী মুসল্লীরা আসেন তাদের মান্নত পুণ্য করতে। মহাস্থান মাজারকে কেন্দ্র করে এলাকার হাজার হাজার মানুষ ব্যবসা বানিজ্য করে তাদের রুজি রোজগার করেন৷ মাজার ও মসজিদের কর্মরত কর্মকর্তাদের জড়িয়ে মিথ্যা বানোয়াট অপপ্রচার করে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে, তাদের উদ্দেশ্য ভাল নয়। এধরনের অপপ্রচার মাজারের মান ক্ষুন্ন করেছে। যা দূর-দূরান্ত থেকে আসা মাজার জিয়ারতকারীদের মাজারে আসতে বিরূপ প্রভাব ফেলবে। এঘটনায় স্থানীয় এলাকাবাসী গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট