আমি আপনাদের বগুড়া সদরের, নুনগোলা ইউনিয়ন, হাজরাদিঘী গ্রামের সন্তান। আমার,, মা,, সে কিডনি রোগে ভুগছেন
তার ২টা কিডনি নষ্ট হয়ে গেছে। তার সপ্তাহে ২টা করে ডায়ালাইসিস করতে হয়। এই ব্যায়বহুল চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না।
আমার বাবার জমানো সব অর্থ ব্যায় করে ও ধার দেনা করে চিকিৎসা চালিয়ে যাচ্ছি। কিন্তু এখন আর কোনো কিছুই অবশিষ্ট নাই।
আমার বাবা একজন দিনমজুর। আর আমি একজন ছাত্র। এখন এই চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছি,, এখন আমাদের পরিবার নিরুপায়।
আপনাদের কাছে একটু সাহায্য ও সহযোগিতার জন্য অনুরোধ করছি। দয়া করে আপনারা যে যা পারেন তা দিয়েই আপনারা সাহায্য করবেন।
তার চিকিৎসা করতে অনেক টাকা পয়সার প্রয়োজন,,,বর্তমান অবস্থায় আমাদের কোনো টাকা পয়সা নেই
আমাদের জমানো অর্থ দিয়ে আমার মায়ের চিকিৎসা চালিয়ে যাচ্ছি । তাই আমার মায়ের কিডনি রোগের চিকিৎসা করতে পারছি না। আমার বাবা একজন দিনমজুর তাই তার পক্ষে এতো টাকা যোগাড় করা সম্ভব হচ্ছে না।
আপনারা সবাই এগিয়ে আসুন,, আপনার টাকা পয়সা যা পারেন তাই দিয়েই আমার মায়ের চিকিৎসা করানো সুযোগ করে দেন।
নগদ=01713616320
বিকাশ =01713616320
ঠিকানা = বগুড়া সদর, নুনগোলা ইউনিয়ন
গ্রাম =হাজরাদিঘী, ঘোড়াধাপ হাট বগুড়া
Leave a Reply