প্রেস রিলিজ: মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদ কেন্দ্রীয় কমিটি কর্তৃক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউটে ২৫.১.২০২৫ তারিখ বিকাল ৪.৩০ মিনিটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা ও মূল্যায়ন সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেব উপস্থি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা একেএম আমিনুল হক, অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট খোরশেদ আলম, বগুড়া যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক ছাত্রদল নেতা সফিকুল ইসলাম শফিক, ঢাকাস্থ বৃহত্তর বগুড়া সমিতির যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রদলকর্মী এম নুরুজ্জামান বাদল, এনামুল হক এনাম, আমিরুল ইসলাম স্বপন,
সোনাতলা উপজেলা কৃষক দলের আহবায়ক এমদাদুল হক বাদশা, ডা. আসাদুর রহমান খান, ইঞ্জিনিয়ার জাহিদুর রহমান দিপু প্রমুখ । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক ছাত্রদল পাঠাগার সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষক দলের নেতা এডভোকেট মোঃ রবিউল হুসেন রবি।
সভায় বিগত ১৭ বছরে বঞ্চিত ব্যক্তিদের মধ্যে জিয়া পরিবারের অন্যতম সদস্য প্রকৌশলী জাহেদুর রহমান দিপুসহ বেশ কয়েকজন ত্যাগী নেতাকর্মীকে মূল্যায়ণ ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবনের উপর আলোচনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা, প্রয়াত আরাফাত রহমান কোকোর বিদেহী আতœার মাগফেরাত কামনা ও দেশ নায়েক আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ কর্ণধার জনাব তারেক রহমানের প্রিয় জন্মভূমি বাংলাদেশে প্রত্যাবর্তনের জন্য আশাবাদ ব্যক্ত করে দোয়া করা হয়।
Leave a Reply