মুহাম্মাদ আবু মুসাঃ জাতীয় সংসদের হুইপ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার শিক্ষা প্রতিষ্ঠানসহ সার্বিক ক্ষেত্রে সারা দেশে ব্যাপক উন্নয়ন করেছে। এর অংশ হিসেবে ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ও উন্নয়ন হয়েছে এবং হচ্ছে। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার ক্ষমতা থাকলে দেশে ব্যাপক উন্নয়ন হয়। মানুষ দুমুঠো খাবার খেয়ে শান্তিতে বসবাস করে। নতুন প্রজন্ম আগামীতে সোনার বাংলা গড়ে তুলবে সে লক্ষে শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে। পরিশেষে উন্নয়নের সরকারকে বার বার ক্ষমতায় আনতে সকলকে কাজ করার আহবান জানান এবং বিদ্যালয়ের সার্বিক সহযোগিতা করার আশ^াস দেন। রবিবার বগুড়া শহরের ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের আটতলা ভবনের (পূর্ব) উদ্ধোধনকালে তিনি উপরোক্ত কথা বলেন। বিদ্যালয়ের সভাপতি ও বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি এবং গাবতলী উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপি, বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীনেশ সরকার, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হজরত আলী, কালাই উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোরশেদ, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু, দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল, সদস্য তৌহিদুল করিম কল্লোল, বগুড়া প্রি-ক্যাডেট হাইস্কুলের সভাপতি এ্যাডোনিস বাবু তালুকদার, সমাজসেবক আফরিনা খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাদৎ হোসেন, আওয়ামী লীগ নেতা শেখ শামীম, আব্দুল গফুর মন্ডল, জেলা ছাত্রলীগের সভাপতি সজিব সাহা, গাবতলী পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনির ইসলাম পিপুল, বিদ্যালয় কমিটির রফিকুল ইসলাম, খায়রুল ইসলাম, এসএম নাহিদ হাসান, শামীম মিয়া, সৈয়দা লতিফা আকতার, শিক্ষক জিন্নাত আরা হাই, শিশির কুমার রায়সহ বর্তমান ও প্রাক্তন ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও কর্মচারী, ছাত্রিগণ ও অভিভাবকবৃন্দ।
Leave a Reply