মোকামতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার মোকাতলায় নাবিল পরিবহনের একটি চলন্ত বাসে এসি বিস্ফোরণে অগ্নিকাÐের ঘটনা ঘটেছে। অল্পের জন্য রক্ষা পান ২০ যাত্রী। গত মঙ্গলবার দিবাগত রাত অনুমান সাড়ে ১২টার দিকে মোকামতলা এলাকার গোল্ডেন চাইল্ড এডুকেশন স্কুলের সামনে বগুড়া-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে ছেড়ে আসা নাবিল স্ক্যানিয়া বাই এস্কেল ১১-৭৮২৬ নং এসি বাস ঢাকায় যাওয়ার পথে মোকামতলা এলাকায় পৌঁছালে এসি বিস্ফোরনে হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। ঘটনার সঙ্গে সঙ্গে যাত্রীরা দ্রæত বাস থেকে নেমে পড়েন। কিছুক্ষণের মধ্যে পুরো বাসে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তা নিয়ন্ত্রণে আনেন। জামিরুল ইসলাম নামে বাসের এক যাত্রী জানান, দিনাজপুর থেকে নাবিল পরিবহনের ওই বাসটি ঢাকায় যাচ্ছিল। বাস ছাড়ার পর থেকেই এসিতে সমস্যা দেখা দেয়। এ অবস্থায় বাসটি মোকামতলা এসে পৌঁছালে এসির বিস্ফোরণ হয় এবং পুরো বাসটিতে আগুন ধরে যায়।অপর যাত্রী আল আমিন বলেন, আগুন ধরে যাওয়ার পর আমরা দ্রæত বাস থেকে নেমে পড়ি। ফলে বাসটি আগুনে পুড়ে গেলেও গাড়ীতে থাকা ২০ যাত্রী প্রাণে রক্ষা পায়।এ বিষয়ে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সৈয়দ আলমগীর বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রæত আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় পুরো বাসটি পুড়ে গেছে, তবে যাত্রীরা সবাই অক্ষত আছেন।
Leave a Reply