
মোকানতলা (বগুড়া) প্রতিনিধঃ বগুড়া রংপুর মহাসড়কের মুরদপুর। মুরাদপুর মালাহার নামক স্থানে। অটোভ্যানে চড়ে মোকামতলা আসার সময় বগুড়া থেকে রংপুরগামী কার্ভাডভ্যান উক্ত ভ্যানকে ধাক্কা দিলে এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হলে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।সে মালাহার পূর্ব পাড়া গ্রামের মোয়াজ্জেম হোসেনের মেয়ে মানসুরা(১৬) বলে জানা গেছে।
Related
Leave a Reply