মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় পেট্রোল, ডিজেল, কেরোসিন ও গ্যাস সিলিন্ডারের দোকানে ভয়াবহ অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে। এ ছাড়া একই মালিকের পাশে গরুর খামারে অগ্নিকান্ডে ২টি গরু মারা গেছে এবং আহত হয়েছে আরেকটি গরু।
এই ভয়াবহ অগ্নিকান্ডে পথে বসেছে ব্যবসায়ী আব্দুল গফুর। এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোমবার বিকেল আনুমানিক ৪টায় জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলার মাটির ঘর লস্করপুর এলাকায়। স্থানীয়রা জানান, লস্করপুর এলাকায় উত্তরা ট্রেড়ার্স এর মালিক আব্দুল গফুর বিক্রির জন্য ক্রয় করে নিয়ে আসা দোকানে তেল নেমে নিতে একটা বিকট শব্দ হওয়ার পরই আগুন ধরে যায়।
মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আশে পাশের লোকজন নানা কৌশলে নিভানো চেষ্ঠা করে ব্যর্থ হয়। এর পর শিবগঞ্জ, সোনাতলা, বগুড়া সদর ও গোবিন্দগঞ্জ থেকে দ্রæত ফায়ার সার্ভিসের মোট ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ঘন্টাব্যাপী কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে আগুনে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের কর্মী আব্দুল জলিল এর সাথে কথা বললে তিনি জানান, প্রাথমিকভাবে আমরা ধারনা করছি দোকানে তেল নেমে নিতে অতিরিক্ত গরমের কারনে মোটর বিস্ফোরণ হয়ে এমন দৃর্ঘটনাটি ঘটতে পারে। খবর পেয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার ও থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Leave a Reply