গোলাম রব্বানী শিপনঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র কর্তৃক প্রতিনিয়তই অবৈধ মাদকের চলান ও অস্ত্র উদ্ধারের জন্য চেকপোষ্ট পরিচালনা করছেন। এ সাফল্য চেক পোস্ট অভিযানে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র বড় বড় মাদকের চালক সহ মাদক পাচারকারীদের আটক করতে সক্ষম হয়েছেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর (ঢাকা-রংপুর) মহাসড়কে উত্তরবঙ্গের বুড়িমারী থেকে নারায়নগঞ্জ গামী পিংকি পরিবহন নামের ১ টি যাত্রীবাহী বাস চেকপোস্টে আটক করেন৷ এসময় বাসটি সিগনাল দিয়ে আটকিয়ে ভিতরে পুলিশ সদস্যরা তল্লাশি করার জন্য গেলে বাসটির জি-২ সিটে বসা যাত্রীবেশী ১ যুবক পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ীর জানালা দিয়ে পালানোর চেষ্টা করে। অতপর সঙ্গীয় অফিসার-ফোর্সদের সহায়তায় লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দীঘিটারী গ্রামের সুরত আলীর পুত্র ছামিউল মিয়া (৩৫) কে আটক করেন৷
পরে তার দেহ তল্লাশি করে দুই পায়ের উরুতে বিশেষ কায়দায় কসটেপ দ্বারা মোড়ানো ২ টি ৭.৬৫ সচল বিদেশী আগ্নেয়াস্ত্র (পিস্তল) ও সরঞ্জাম হিসেবে ৪ টি লোহার তৈরী সচল ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি উদ্ধার করে জব্দ করা হয়।
একপর্যায়ে পুলিশের জিজ্ঞাসাবাদে আটকৃত ছামিউল জানায়, লালমনিরহাটের একই উপজেলার বাসিন্দা উত্তর গোবদা পাড়া গ্রামের কেরামত আলীর পুত্র পলাতক আসামী জয় (২৩) নিকট হতে অস্ত্রগুলি সংগ্রহ করে ঢাকায় ডেলিভারি করতে যাচ্ছিল।
বুধবার দুপুরে বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী (বিপিএম- পিপিএম) এর কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার, (শিবগঞ্জ-সোনাতলা) সার্কেল তানভীর হাসান, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ, মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আশিক ইকবাল, এসআই(নিঃ)/ রিপন মিঞা, এএসআই এরশাদ আলী। আটকৃতের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় অস্ত্র মামলা রুজু করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply