মোকামতলা (বগুড়া) প্রতিনিধিঃ মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস দল বগুড়া-রংপুর মহাসড়কের মুরাদপুর নামক স্থানে গত রবিবার দিবাগত রাত সোয়া ১টার সময় চেকপোস্ট পরিচালনা করে কুড়িগ্রাম থেকে ঢাকা অভিমুখে ছেড়ে আসা রিমি ক্লাসিক বাস তল্লাশি করে বাসের যাত্রী আঃ হামিদ (৩৮)পিতাঃ আজগর আলী গ্রাম- ধনিগাগলা(ছোট ধনিরপাড়)
থানাঃ- নাগেশ্বরী জেলাঃ-কুড়িগ্রাম এর কাছে থাকা ২ পোটলায় মোট ১০ কেজি গাজা সহ তাকে আটক করে। উক্ত ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়েরের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply