মোকামতলা( বগুড়া) প্রতিনিধিঃ গোপন সংবাদের ভিত্তিতে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এর নেতৃত্বে গত বৃহস্পতিবার দিবাগত রাত অনুমান পৌনে ২টায় দিনাজপুর থেকে ঢাকা গামী এনা পরিবহনের এসি বাস মোকামতলায় তল্লাশিকালে ৪৮বোতল ফেনসিডিলসহ দিনাজপুর কোতোয়ালি থানার। বালুবাড়ী কুমারপাড়ার শাহজাহানের পুত্র মানিক মিয়া (৩৪)কে আটক করে। অপর পৃথক ঘটনায়। রাত পৌনে ১টায় অন্য কোচে তল্লাসী চালিয়ে কিশোরগঞ্জ জেলা কুলিয়ারচর থানার লাল পুর গ্রামের সিদ্দিকের মেয়ে রোজিনা (২২) এর কাছ থেকে ৩৬ বোতল এবং নেত্রকোনা জেলার আটাপাড়া থানার। দশ গ্রামের মৃত রাসেলের মেয়ে নাইরা খাতুন (১৯) এর কাছ থেকে৩৭ বোতল ফেনসিডিলসহ তাদেরকে গ্রেফতার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে।
Leave a Reply