মোকামতলা (বগুড়া) প্রতিনিধিঃ গত বুধবার দিবাগত রাত আড়াই টার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর এলাকাস্থ বগুড়া-রংপুর মহাসড়কে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয় বেলাল হোসেন (২৮) কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানা (কুড়ারপাড়া) গ্রামের ছাইফুর রহমানের ছেলেকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার দিনগতরাতে মুরাদপুর এলাকায় চেকপোস্ট পরিচালনা করা হয়। এসময় কুড়িগ্রাম থেকে ঢাকাগামী রিমি পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো -ব ১৫-৯৬৭৮) তল্লাশি করে ২৫ কেজি গাঁজাসহ বেলাল হোসেনকে আটক করা হয়।
বৃহস্পতিবার দুপুরে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আশিক ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়েরের পর আটক বেলাল হোসেন কে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply