মোকামতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার মোকামতলায় তমা বেগম (২৬) নামের এক গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার দেউলী ইউনিয়নের গাংনগর কাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তমা বেগম কাজীপাড়া গ্রামের এহসানুল ইমরানের স্ত্রী বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, তমা বেগমের স্বামী এহসানুল ইমরান ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে গ্রামের বাড়ি গাংনগরের কাজীপুরে থাকতেন তমা। সোমবার তার শ্বাশুড়ি বাড়িতে না থাকার সুযোগে সবার অজান্তে নিজ শয়নকক্ষে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন তিনি। তবে কি কারনে তিনি আত্মহত্যা করেছেন তা কেউ জানাতে পারেনি।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আশিক ইকবাল জানান, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply