মোকামতলা (বগুড়া) থেকে মইনুল ইসলাম সরকার রকেটঃ বগুড়ার মোকামতলায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১২২ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাত ০১ টার দিকে উপজেলার বগুড়া রংপুর মহাসড়কে মুরাদপুর নামক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার মাস্টার পাড়া এলাকার সাগর (২৫), কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার এলাকার আমিনুর রহমান(২০) ও দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার পূর্ব জগন্নাথপুর এলাকার রবিউল ইসলাম (৩৭)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে গাইবান্ধা থেকে ঢাকাগামী আলহামরা পরিবহনের যাত্রী সাগর (২৫) এর কাছ থেকে ৪৪ বোতল, দিনাজপুর থেকে ঢাকাগামী তানজিলা পরিবহনের যাত্রী আমিনুর রহমান(২০) কাছ থেকে ৪০ বোতল ও রংপুর থেকে ঢাকাগামী এনা পরিবহনের যাত্রী রবিউল ইসলাম(৩৭) কাছ থেকে ৩৮ বোতল ফেনসিডিলসহ তাদের কে আটক করা হয়। মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আশিক ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply