সোনাতলা সংবাদ ডেস্কঃ যান্ত্রিক ত্রুটির কারণে বগুড়ার কাহালু উপজেলার একটি আলু ক্ষেতে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান জরুরি অবতরণ করেছে।
আজ মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে উপজেলার মুড়ইল ইউনিয়নের দোগাছি-ছয়ঘড়িয়া গ্রামে বিমানটি অবতরণ করে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মো. নূর ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান (পিটি-৬) বগুড়ার এরুলিয়া বিমানবন্দর এলাকায় উড্ডয়নের কিছুক্ষণ পরেই জরুরি অবতরণ করে। বিমানে দুজন বৈমানিক ছিলেন, তারা সুস্থ আছেন।
এদিকে, বিমান অবতরণের খবর পেয়ে শত শত লোক ওই মাঠে ভিড় জমান।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com