প্রেস রিলিজ: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দীন বলেছেন, আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশ ও জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেশে সুশাসন ন্যায় বিচার ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য নির্বাচনে জামায়াতে ইসলামী প্রার্থীকে অগ্রনী ভ‚মিকা পালন করতে হবে।
যুব সমাজের বুকের তাজা রক্তের বিনিময়ে এদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। গত শুক্রবার সোনাতলায় উপজেলা জামায়াতের আয়োজনে ৩দিন ব্যাপী শিক্ষা শিবিরের ২য় দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
উপজেলা আমীর অধ্যাপক ফজলুল করিমের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারী প্রভাষক মাওলানা রবিউল ইসলামের সঞ্চালনায় শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার ,জেলা সহকারী সেক্রেটারী মিজানুর রহমান, জেলা কর্মপরিষদের সদস্য মাওলানা মোফাজ্জল হক , উপাধ্যক্ষ মোজাহিদুল ইসলাম ,বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মন্ডল ও অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম।
তিনি আরও বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির এদেশের জন্য আল্লাহর একটি বিশেষ নিয়ামত। দীর্ঘ সময় ধরে দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। তিনি জামায়াতের সকল স্তরের নেতাকর্মীকে সামাজিক কাজ বেশি বেশি করার এবং সামাজিক কাজে অংশ গ্রহন করার আহŸান করেন।
এসময় তিনি আরও বলেন, আর কোন চাঁদা বাজকে আমরা দেখতে চাই না। এদেশকে সোনার বাংলাদেশে পরিণত একমাত্র জামায়াতে ইসলামীর দ্বারাই করা সম্ভব। এসময় আরও উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমীর এএমএম জাহিদুল হক, জাময়াত নেতা কাজী মাওলানা আব্দুর রহিম, মাওলানা আব্দুল মান্নান, শেখ শাকিল, শহিদুল ইসলাম, শ্রমিক নেতা আব্দুর রাজ্জাক, ডাঃ ফজলে রাব্বী নাসিম প্রমুখ।
Leave a Reply