কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ আজ বুধবার বগুড়া-৪ কাহালু-নন্দীগ্রাম আসনের উপনির্বাচন। গতকাল মঙ্গলবার সকাল থেকে পর্যায়ক্রমে সকল ভোটকেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। ইতিমধ্যে প্রতিটি ভোটকেন্দ্রের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা, ইভিএম এ ভোট গ্রহনেরর জন্য টেকনিশিয়ান ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য বৃন্দ।
সংশ্লিষ্ট সুত্র জানায়, অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনী এলাকায় মোট ১১২ টি ভোটকেন্দ্রের প্রতিটি কেন্দ্রে আইন-শৃঙ্খলার দায়িত্বে থাকবেন ৪/৫ জন করে পুলিশ ও ১২ জন আনসার/ভিডিপি সদস্য।
নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যক্ষেণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই আসনে থাকবে মোবাইল টিম স্টাইকিং ফোর্স, ডিবি স্পেশাল টিম, স্ট্যান্ডবাই ডিউটি ফোর্স, নির্বাচন অফিস ডিউটি টিম, বিচার বিভাগীয় তদন্ত কমিটির সাথে ডিউটি ফোর্স, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর সাথে থাকা ফোর্স, নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সাথে থাকা ফোর্স র্যাব, বিজিবিসহ প্রায় প্রায় ২ হাজার আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য।
নির্বাচনে ভোট গ্রহনের দায়িত্বে থাকবেন ১১২ জন পিজাইডিং অফিসার, ৭৭৭ জন সহকারী পিজাইডিং অফিসার, ১ হাজার ১৩৪ জন পোলিং অফিসার। ইভিএম এ ভোট গ্রহনের জন্য থাকবেন ঢাকা থেকে আসা টেকনিশিয়ানসহ স্থানীয় টেকনিশিয়ান।
Leave a Reply