শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা সরকারি ভাবে ভারতের রাজধানী নয়াদিল্লি’র এনসিজিজি, মুসুরিকে বাংলাদেশের বেসামরিক কর্মচারীদের জন্য মাঠ প্রশাসনের উপর ৫৪তম মিড ক্যাভার ট্রেনিং প্রোগ্রামে অংশ নিবেন। সে লক্ষে তিনি আগামী ৯ অক্টোবর (রবিবার) ভারতের উদ্দেশে রওনা দিবেন। এব্যাপারে নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা এ প্রতিবেদক কে বলেন, আগামী ৯ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত সরকারি ভাবে ৫৪তম মিড ক্যাভার ট্রেনিং প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য যেতে হচ্ছে। আমি যেন সঠিক ভাবে প্রশিক্ষণ শেষে কর্মস্থলে ফিরে আসতে পারি সে লক্ষ্য সকলের দোয়া কামনা করছি।
Leave a Reply