গোলাম রব্বানী শিপন, মহাস্থান বগুড়াঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের করতকোলা জোনাব আলী ইসলামীয়া উচ্চ বিদ্যালয় মাঠে করতকোলা কে, এফ, এ ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত ফুটবল টূর্ণামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকালে রায়নগর ইউপির ৬নং ওয়ার্ড সদস্য জহুরুল ইসলাম এর সভাপতিত্বে টূর্নামেন্টের প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন, বগুড়া জেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব ও উপজেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক, তরুণ সমাজ সেবক হুসাইন শরীফ সঞ্চয়(এমবিএ)।
এ সময় তিনি বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম মানসিক অবসাদ ও ক্লান্তি দূর করার পাশাপাশি মানুষকে অসৎসঙ্গ ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে বিরত রাখে। এ জন্য যুব সমাজকে লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা চর্চা করতে হবে।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব শেখ ফজলুল বারী,যুব সংহতি নেতা দেলোয়ার হোসেন,আব্দুর রহিম,জিহাদ আল আমিন,রুনু,রাহেল বাকী,স্থানীয় সমাজ সেবক সুজা-উদ দৌলা সুজা,বিশিষ্ট ব্যবসায়ী ইনফাজুল ইসলাম, সুলতান মাহমুদ,মহাস্থান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক এস আই সুমন। আয়োজক কমিটির সদস্য ইউনিয়ন ছাত্রলীগ নেতা মিথুন,ইমাম হাসান,রুবেল, রাহিম,মাছুম, সুমন, মুন, রাকিব, রব্বানী, মেহেদী, সিজু, তামিম, সুজন, নাসিম,ফরিদ,ইউসুফ প্রমূখ।
খেলায় ট্রাইব্রেকারে শেরপুর ফুটবল একাদশ রংপুর ফুটবল একাদশকে ৩-০ গোলে পরাজিত করে জয়লাভ করে। খেলা পরিচালনা করেন রিপন ও ধারাভাষ্যই ছিলেন সাংবাদিক রফিকুল ইসলাম। শেষে বিশিষ্ট ব্যবসায়ী ইনফাজুল ইসলাম এর সৌজন্য প্রধান অতিথি হুসাইন শরীফ(সঞ্চয়) শেরপুর ফুটবল দলের রজিদ এর হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com