গোলাম রব্বানী শিপনঃ বগুড়ার শিবগঞ্জর গুজিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে গুজিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সভাপতিত্বে সান্তু এয়ার ইন্টারন্যাশনাল এর সার্বিক সহযোগিতায় ফুটবল ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করেন, সান্তু এয়ার ইন্টারন্যাশনাল স্বত্বাধিকারী শফিকুল ইসলাম সান্তু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মেহেদী হাসান খোকন, সাবেক ইউপি সদস্য আব্দুস ছাত্তার, মেদিনী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম প্রমূখ। খেলায় অংশ গ্রহণ করেন গুজিয়া লাল সবুজ তরুণ সংঘ বনাম ছোট নারায়পুর সততা ক্লাব। খেলায় ১-১ গোলে সমতা টাইব্রেকারে ছোট নারায়ণপুর সততা ক্লাব কে ৩-২ গোলে হারিয়ে গুজিয়া লাল সবুজ তরুণ সংঘ বিজয় লাভ করেন। খেলা ম্যাচ রেফারি অবসর প্রাপ্ত সেনা সদস্য মোঃ কামরুজ্জামান কালু, সহকারী ম্যাচ রেফারি তুষার এবং সিয়াম। ধারাভাষ্যকার হিসেবে ছিলেন আবু মুসা।
Leave a Reply