গোলাম রব্বানী, শিপন, মহাস্থান বগুড়াঃ ২৯ মে শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বেশ সরগরম হয়ে উঠছে শিবগঞ্জ উপজেলা এলাকা। এরই ধারাবাহিকতায় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তার আনারস মার্কা বিজয়ী করার লক্ষ্যে উপজেলার বিহার ইউনিয়নের উত্তর পাড়া গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাত ৮টায় নির্বাচনী প্রচারণা নিয়ে ভোট চেয়ে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, বিহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন ঠান্ডা। এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক।
তিনি বলেন, স্মার্ট শিবগঞ্জ উপজেলা গড়তে হলে সৎ সাহসী, দানভীর, যোগ্য ক্লিন ইমেজের ব্যক্তিকে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করতে হবে। তাই আমরা যে প্রার্থীকে নিয়ে এসেছি তিনি আর কেউ নন তাকে সবাই চিনেন তাকে সবাই জানেন এ সব গুলো গুণই তার আছে। এজন্যই আপনারা সবাই মোস্তাকে আনারস মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।
আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক সাহাব উদ্দিন শিবলী, রুবেল আহমেদ, হান্নান শেখ, আলমগীর হোসেন, আইনুল ইসলাম রতন।
Leave a Reply