প্রিন্ট এর তারিখঃ মে ২৪, ২০২৫, ৩:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৯, ২০২২, ২:৪৫ অপরাহ্ণ
শিবগঞ্জে আশুরা উপলক্ষে শোক মজলিস ও র্যালী
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে আশুরা উপলক্ষে শোক মজলিস ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার হরিপুরে (মোহাম্মদপুর) ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশন এ আয়োজনে শোক মজলিসের মধ্যে দিয়ে দিনটির আয়োজন শুরু হয়। পরে এক শোক র্যালী অনুষ্ঠিত হয়।
শোক মজলিস ও র্যালীতে উপস্থিত ছিলেন, সরকারি আযিযুল হক কলেজ এর সহকারী অধ্যাপক টিপু সুলতান, রাজশাহী সরকারি কলেজের বিভাগীয় প্রধান (রসায়ন) আ.জ.ম মনিরুল ইসলাম, ব্র্যাক আইন ও সালিশ সহায়তা অফিসার এনামুল হক, সাবেক জি.এম রাজশাহী সুগার মিল মীর সিদ্দকুর রহমান, হুজ্জাতুল ইসলাম মাওঃ শরিফুল ইসলাম, খতিত আল মোস্তফা, শাহীনুর রহমান, হুজ্জাতুল ইসলাম মাওঃ মোঃ আলী নেওয়াজ খান, আবু জাফর মন্ডল প্রমুখ।
প্রসঙ্গতঃ আশুরার এইদিনে কারবালা প্রান্তরে (১০ মুহাররম) মহানবী (সা.)-এর দৌহিত্র হোসাইন (রা.) কারবালার প্রান্তরে মর্মান্তিক ভাবে শাহাদাত বরণ। এ ঘটনাকে স্মরণ করে সিহা সম্প্রদায়ের অনুসারীরা বিশেষ মর্যাদায় এ দিবস পালন করে থাকেন। অনুষ্ঠানে সারা দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় ২হাজার ভক্ত উপস্থিত ছিলেন। নিরাপত্তার জন্য বিপুল সংখ্যক পুলিশ সদস্যও উপস্থিত ছিলেন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com
© সোনাতলা সংবাদ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত