শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে পারিবারিক কলহের কারণে এক মাংস বিক্রেতা (কসাই) আত্মহত্যা করেছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে। নিহত মাংসবিক্রেতা সাইফুল ইসলাম চাঁদনিয়া শিবগঞ্জ গ্রামের মৃত: ঠান্ডা মিয়ার ছেলে বলে জানাগেছ।
পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে মাংস বিক্রেতা সাইফুল ইসলাম বিষ জাতীয় ট্যাবলেট সবার অজান্তে সেবন করে। পরে পরিবারের লোকজন তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। শজিমেকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। এব্যাপারে শিবগঞ্জ ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শহিদ বলেন, মাংস বিক্রেতা সাইফুল ইসলাম পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করেছেন।
Leave a Reply