1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনাতলায় অগ্নীকান্ডে ক্ষতিগ্রস্ত ভ্যান চালককে গরু দিলেন ইউপি চেয়ারম্যান টুল্লু সোনাতলায় নাম্বার বিহীন ট্রাকের যন্ত্রাংশ আলাদা করার সময় দুইজন আটক বগুড়ায় ধান কেটে মজুরি না পাওয়ায় ৫ দিনমজুরের থানায় অভিযোগ গাবতলীর বাগবাড়ীতে শহীদ জিয়া কলেজ সরকারীকরণের দাবীতে লিফলেট বিতরণ কাহালুতে আওয়ামীলীগ নেতা গ্রেফতার কাহালুতে দুই ব্যবসায়ীকে ৮৫ হাজার টাকা জরিমানা বগুড়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সোনাতলায় ১০২ মুক্তিযোদ্ধাকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের চিঠি সারিয়াকান্দিতে জমিজমা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৫ জন আহত সোনাতলায় এক সন্তানের জননীকে নিয়ে যুবক উধাও, থানায় অভিযোগ

শিবগঞ্জে কোরবানী ঈদ উপলক্ষে ৪৩ হাজার পশু লালন পালন করছেন খামারীরা

  • বুধবার, ২২ জুন, ২০২২
  • ৪৭

সাজু মিয়া (শিবগঞ্জ) বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ঈদুল আযহাকে কেন্দ্র করে গড়ে উঠেছে অনেক গরুর খামার । উপজেলায় প্রায় ৫ হাজার খামারী ঈদুল আযহা উপলক্ষ্যে ষাড় ১৮ হাজার ৪শত ৪২, বলদ ৫ হাজার ১শত ৫৭, গাভী ২দুই হাজার ৬শত ৯৮, মহিষ ৯৮, ছাগল ১৩ হাজার ৭শত ২৮, ভেড়া ৩ হাজার ৭শত ২২ গবাদি পশু মোটা তাজা করার লক্ষ্যে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। ইতিমধ্যে এ উপজেলার হাট বাজার গুলোতে কুরবানীর পশু উঠতে শুরু করেছে।
গত ২ বছর যাবৎ করোনা ভাইরাসের কারণে খামারীরা কোরবানীর পশু তেমন হাটে তুলতে পারেনি। তবে এবছর গো খাদ্যের দাম বেশী হওয়ায়, বাজার দাম নিয়ে হতাশ হয়ে পড়েছে এখানকার খামারীরা। বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা জাফরিন রহমান এক সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন।

জানা গেছে, বগুড়া শিবগঞ্জ উপজেলার ১টি পৌরসভা ও ১২ টি ইউনিয়নে ঈদুল আযহাকে কেন্দ্র করে গরু মোটা তাজা করছেন খামারীরা। গরুর মাংস উৎপাদনের দিক থেকে এ উপজেলা অনেক এগিয়ে। উপজেলার খামারীদের মধ্যে অনেক বেকার যুবকেরা সরকারি , আধা সরকারি, এনজিও চালিত ব্যাংক থেকে ঋণ নিয়ে গবাদি পশুর খামার গড়ে তুলছে। উপজেলায় ছোট বড় প্রায় ৫ হাজার গরু মোটা তাজা করণ খামার গড়ে উঠেছে। স্থানীয় ভাবে উৎপাদিত গরু থেকে ৯৫ ভাগ মাংসের চাহিদা পূরণ করা হয়। ঈদুল আযহায় গরু বিক্রি করার জন্য প্রায় ষাড় ১৮ হাজার ৪শত ৪২, বলদ ৫ হাজার ১শত ৫৭, গাভী ২দুই হাজার ৬শত ৯৮, মহিষ ৯৮, ছাগল ১৩ হাজার ৭শত ২৮, ভেড়া ৩ হাজার ৭শত ২২ গবাদি পশু লালন পালন করছে খামারীরা।
এ উপজেলায় গবাদীপশু কেনা বেঁচা করার জন্য বড় হাট গুলোর মধ্যে ঐতিহ্যবাহী মহাস্থান হাট, বুড়িগঞ্জ হাট, আলিয়ারহাট, দাড়িদহ হাট, ডাকুমারা হাট উল্লেখ করার মতো। এই হাট গুলো ছাড়াও ঈদুল আযহায় উপজেলার বিভিন্ন এলাকায় আরও ২৮ থেকে ৩০ টি অস্থায়ী হাট বসে।

এখানকার গরু স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে রপ্তানি করা হয়। খামারে গরু মোটা তাজা করণের প্রক্রিয়া চলছে। এখন শুধু ঈদুল আযহার আপেক্ষায় দিন গুনছে এলাকার গরু খামারীরা। উপজেলার গরু ঢাকা, নারায়ণগঞ্জ, মাদারীপুর, রাজশাহী , সিলেট, চট্টগ্রাম সহ দেশের বড় বড় বাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়া হয়।

শিবগঞ্জ উপজেলার চন্ডিহারা এলাকার আর.কে এগ্রো ফার্ম এর স্বত্বাধিকারী রাহাত খান বলেন, ৬০-৭০টি গরু বিক্রি করবেন। তিনি বলেন, এ বছর গো খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় ১টি গরু জন্য প্রতি মাসে ৩-৫ হাজার টাকা ব্যয় হয়েছে। তিনি আশা করেন গত বছরের চেয়ে এ বছর ভালো মূল্যে গরু বিক্রি করতে পারবেন। তবে তার খামারে বস ও লাল বাহাদুর নামে ২টি ষাড় উল্লেখ যোগ্য। এছাড়ার তাঁর খামারে রয়েছে, শাহীওয়াল, ব্রাহামা, শংকর সহ বিভিন্ন জাতের পশু রয়েছে। তিনি ৫ লক্ষ টাকায় বস ও ৪ লক্ষ টাকায় লাল বাহাদুরকে বিক্রি করতে চান।

এ বিষয়ে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা জাফরিন রহমান আরও বলেন, খামারীদের সার্বক্ষনিক পরামর্শ প্রদান করে আসছি। তাদের পালনকৃত গবাদীপশু নিয়ে যে কোন সমস্যায় প্রাণি সম্পদ বিভাগ পাশে থাকবে। এ উপজেলায় ৩৬ হাজার ৩ শ ৪৯ কোরবানির পশুর চাহিদা থাকলেও এ বছর তুলনা মূলক ভাবে তার চেয়ে বেশি ৪৩ হাজার ৮শ ৪৫ পশু লালন পালন করেছে এ উপজেলার খামারীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট