শিবগঞ্জ (বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে গভীর রাতে কিচক শোলাগাড়ী পুকুরের মাছ চুরি, থানা পুলিশ রাতেই পুকুর পাড় থেকে ২টি বেড় জাল উদ্ধার করেছে।
জানা যায়, উপজেলার কিচক শোলাগাড়ী মৌজায় ২২ বিঘা জমি নিয়ে শোলাগাড়ী পুকুর দখল নিয়ে কিচক চৌধুরী পাড়া গ্রামের মৃত: মোরশেদুল হক বুলু চৌধুর ছেলে তানভির চৌধুরী শুভ ও শোলাগাড়ী গুচ্ছগ্রামের মৃত: আলকেস আলীর ছেলে ইয়াকুব আলী মধ্যে বিরোধ চলে আসছে। পুকুরটিতে শুভ গত ২ বছর যাবৎ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছে। হঠাৎ করে ইয়াকুব আলী কিছু ভাড়াটিয়া লোকজন নিয়ে এসে গত ৩দিন যাবৎ রাতের আঁধারে মাছ চুরি করে ধরে নিয়ে যাচ্ছে। গতকাল গভীর রাতে আবারও ৪র্থ বারের মত ইয়াকুব আলী ও তার লোকজনরা মাছ ধরতে থাকলে বিষয়টি শুভ জানতে পারেন। তিনি ৯৯৯ ফোন দিলে থানা পুলিশ রাতেই পুকুর পাড় হতে ২টি বেড় জাল উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এব্যাপারে তানভির চৌধুরী শুভ বলেন, আমার বাবা মোরশেদুল হক বুলু চৌধুরী সফল মাছ ব্যবসায়ী হওয়ায় সরকার কর্তৃক স্বর্ণ পদক প্রাপ্ত হন। অথচ আমি তার ছেলে আমার বাবার ক্রয় সূত্রে প্রাপ্ত পুকুরটিতে মাছ চাষ করে আসছি। ঠিক সেই মুহুর্তে ইয়াকুব আলী তার ভাড়াটিয়া লোকজন নিয়ে এসে গভীর রাতে পুকুর পাড়ের পাহাড়াদারকে বেঁধে রেখে পুকুর হতে মাছ জোরপূর্বক ভাবে ধরে নিয়ে যাচ্ছে। প্রতিপক্ষরা বেড় জাল ও প্রায় ৫০টি তৈড় জাল দিয়ে মাছ ধরতে থাকে। আমি ৯৯৯ ফোন দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে বেড় জাল ফেলে পালিয়ে যায়।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মন্জুরুল আলম বলেন, থানা পুলিশ ঘটনাস্থল হতে ২টি বেড় জাল উদ্ধার করেছে। এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply