শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে এক গৃহবধুর রহস্য জনক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উপজেলার কিচক ইউনিয়নের বেড় পাতাইর গ্রামে। নিহত গৃবধু কুলসুম বেগম (২৫) মুক্তার হোসেন এর ৪র্থ স্ত্রী বলে জানা গেছে।
গৃহবধু মৃত্যুর পর স্বামীর পরিবারের লোকজন পলাতক রয়েছে। পরে পুলিশ কর্তৃক গৃহবধুর মৃতদহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
জানা যায়, নিহত গৃহবধু কুলসুম বেগম ও মুক্তার হোসেন দাম্পত্য জীবনে সুখী ছিল না। কারণ তাদের দাম্পত্য জীবনে কোন সন্তান না থাকায় তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। নিহতর স্বামী মুক্তার ইতিপূর্বে ৩ টি বিয়ে করলে সন্তান না হওয়ায় একাধিক স্ত্রীকে তালাক প্রদান করেছেন। ঘটনার দিন কুলুসম বেগম (২৫) তার শয়ন কক্ষের ফ্যানের সাথে ওড়না টাঙ্গীয়ে গলায় ফাঁস দেয়। গৃবধুর মৃত্যুতে তার স্বামী সহ পরিবারের লোকজন কৌশলে শটকে পড়ে। নাম প্রকাশ্যে অনেকে বলছে এটা মৃত্যু না হত্যা।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস বলেন, নিহত গৃহবধুর লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশ ময়না তদেন্তর জন্য বগুড়া শজিমেকে পাঠানো হয়েছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com