শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের নিশ্চিতপুর গ্রামের নাগর নদীর তীরবর্তী বাঁশঝাড় এলাকা থেকে অজ্ঞাত নামা (১১)এক শিশুর জবাই করা লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ। অজ্ঞাতনামা শিশুর পড়নে জিন্সের প্যান্ট, শার্ট ও বুট জুতা ছিল।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় গত রবিবার দিবাগত রাতের যে কোন সময় শিশুটিকে জবাই করে হত্যা করা হয়। থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে থেকে লাশের সুরাতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
থানা অফিসার ইনচার্জ মনজুরুল আলম বলেন ঘটনাস্থল থেকে ও সীম বিহীন স্মার্ট মোবাইল ফোন ও একটি ধারালো দা উদ্ধার করা হয়েছে।
Leave a Reply