
মোকামতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে মারপিট,বাড়িঘর ভাঙচুর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এঘটনায় শুক্রবার দুপুরে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার দেউলী ইউনিয়নের রহবল হাজিপাড়া গ্রামের আব্দুল মোতালেব (৬০) আলীর সাথে একই গ্রামের হারুন মিয়া, শেকুল, মুকুল, স্বপন মিয়া ও আনারুর হকের সাথে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। গত শুক্রবার সকালে প্রতিপক্ষরা মোতালেবের ভোগদখলীয় সম্পত্তি জোর পূর্বক দখল করে ৪০ টি বাঁশ কেটে রাস্তা বেড় করার চেষ্টা করে। এসময় বাধা দিলে তারা মোতালেবের টিনের বাড়ি ভাঙচুর করে তাকে মারপিট করে জখম করে। এসময় তার চার মেয়ে যথাক্রমে মমতাজ,মনিরা,শাপলা ও মৌসুমিকে মারপিট করে তারা। ঘটনার সময় মোতালেবের মেয়ে শাপলার হেফাজকে থাকা ৭৬ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। ইতোপূর্বে অভিযুক্তরা ১৫ শতক জমি জোর পূর্বক দখল করেছে বলেও অভিযোগ করেন মোতালেব।
এ ব্যাপারে শনিবার সকালে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মোতালেব জানান, ঘটনার পর হাসপতাল যাওয়ার পথে বাঘমারা এলাকায় দ্বিতীয় দফায় আবারও আমাদের ওপর হামলা করে অভিযুক্তরা। এসময় আমার মেয়ে জামাই আনার হোসেন এর কাছে থাকা ১ লক্ষ টাকা ছিনিয়ে নেয় তারা।
এব্যাপারে অভিযুক্ত হারুন মিয়া জানান, আমরা আমাদের জমিতে রাস্তা করতেছি। অন্যের সম্পদ দখল করিনি। হামলার ব্যাপারে কিছু জানিনা।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস জানান, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
Related
Leave a Reply