শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জের পল্লীতে জমি নিয়ে বিরোধ মাদ্রাসার সহকারী সুপার সহ আহত ২, থানায় অভিযোগ।
জানা যায়, উপজেলার কিচক ইউনিয়নের তালপুকুরিয়া গ্রামের ও গুজিয়া উত্তর শ্যামপুর গাজী শাহ দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওঃ আব্দুস ছাত্তার (৬০) এর সঙ্গে একই গ্রামের আবু সাইদের ছেলে এনামুল সরকার ও আবু সাহেদ এর সঙ্গে ১১ শতক ক্রয়কৃত জমি নিয়ে বাক বিতন্ডতা সৃষ্টি হয়। এর জের ধরে গতকাল শনিবার সকালে উক্ত জমিতে আব্দুস ছাত্তার ও তার ছেলেরা চাষ করতে গেলে প্রতিপক্ষরা লাঠি-শোটা সহ দেশীয় অস্ত্রেশস্ত্রে ঘটনাস্থলে গিয়ে সহকারী সুপার ও তার ছেলেকে বেধরকে ভাবে মারপিট করে। একপর্যায়ে দূর্বৃত্তরা তাকে কোদাল দিয়ে মাথায় কোপ দিলে সে ঘটনাস্থলে লুটিয়ে পরে। রক্তাক্ত অবস্থায় পরিবারের লোকজন উদ্ধার করে দ্রæত সিএনজি যোগে বগুড়া শজিমেকে ভর্তি করে দেয়। এ সময় তার ছেলে সানাউল্লাহ আহত হয়।
এব্যাপরে আব্দুস ছাত্তার এর ছেলে মাহবুবুর রহমান বলেন, আমাদের ক্রয়কৃত জমিতে আমার পিতা ও ভাই চাষ করতে গেলে প্রতিপক্ষরা পূর্ব পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। তারা আমার বাবা ও ভাইকে মারপিট করে আহত করে।
এব্যাপারে থানা অফিসার ইনচার্জ দীপক কুমার দাস বলেন, ৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com