সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নে জমি সংক্রান্ত জেরে বড়ভাই ও ভাতিজা কর্তৃক মারপিটে ছোট ভাই স্ত্রী ও ছেলে আহত হয়েছে। আহতরা সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে ৪ ফেব্রæয়ারী শনিবার সৈয়দপুর ইউনিয়নের সৈয়দপুর (কড়িবাড়ি) গ্রামে। আহতরা হলেন মৃত ইউনুছ আলী আকন্দের ছেলে একরামুল হক আকন্দ, স্ত্রী মাকছুদা বেগম ও ছেলে শাহাদৎ হোসেন।
এঘটনায় এলাকাবাসী ও আহত মাকছুদা বেগম জানায়, দির্ঘদীন যাবৎ মৃত ইউনুছ আকন্দের বড় ছেলে ডাক্তার আনোয়ার হোসেন আকন্দ ও তার ছোট ভাই একরামুলের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। একরামুল তার ছেলেকে বিদেশে পাঠানোর জন্য কিছু জমি বিক্রয় করবে। বড় ভাই আনোয়ার হোসেন সেই জমি নিজেই ক্রয় করবে বলে জানায়। দীর্ঘ সময় পার করে গত ৩ ফেব্রæয়ারী লোক মারফত ছোট ভাই একরামকে জানায়, সে জমি নিবে না। পরদিন ৪ জানুয়ারী শনিবার সকাল ৭টায় একরাম তার বড় ভাই আনোয়ারের কাছে সেই জমির মাঠপর্চা জমির কাগজ পত্রাদি আনতে যায়। কাগজ দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে কথার কাটা-কাটি বাক-বাতেন্ডা ঘটে। এক পর্যায়ে আনোয়ার হোসেনের ছেলে মহসিন আলী আকন্দ তার চাচা ও বাবার মধ্যে কথা কাটা-কাটি দেখে বাড়ি থেকে লোহার খন্তি নিয়ে এসে চাচা একরামের মাথায় আঘাত করলে মাথা ফেটে যায়। মারপিটের কথা শুনে স্ত্রী মাকছুদা ছেলে শাহাদৎ হোসেন এগিয়ে আসলে তাদেরকেও মারপিট করে আনোয়ারের আরেক ছোট ভাই আমিরুল ইসলাম, ছেলে মহসিন । এসময় স্থানীয় গ্রাম বাসির মধ্যে অনেকে একরামকে ও তার স্ত্রী মাকছুদা এবং ছেলে শাহাদৎকে উদ্ধার করতে এলে তাদেরকেও
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com