শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ “নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্যভান্ডার গড়ব” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা’র সভাপতিত্বে আলোচনা সভা বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, ইউপি চেয়ারম্যান এবিএম শাহজাহান চৌধুরী, এসকেন্দার সাহানা, সফিকুল ইসলাম সফি, জাহেদুল ইসলাম, আহসান হাবিব সবুজ, রেজাউল করিম চঞ্চল, আসিফ মাহমুদ মিল্টন, ইউপি সচিব আলী আজব, কাউন্সিলার খ.ম শামীম, মোমিনুল ইসলাম, রবিউল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফজলুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানি, মৎস্য কর্মকর্তা আব্দুস শাকুর, উপজেলা শিক্ষা কর্মকর্তা এস এম সারওয়ার জাহান, উপজেলা সহকারি গ্রোগ্রামার (তথ্য ও প্রযুক্তি) মাহফুজার রহমান প্রমুখ।
পরে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ইউনিয়ন পর্যায়ে বিশেষ অবদান রাখায় পৌর মেয়র, ইউপি চেয়ারম্যান, সচিব ও গ্রাম্য পুলিশদের সম্মাননা স্মারক প্রদান করেন।
Leave a Reply