সোনাতলা সংবাদ ডেস্ক: বগুড়ার শিবগঞ্জে নাশকতার পরিকল্পনা করার অভিযোগে জামায়াতের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের হেফাজত থেকে পাঁচটি ককটেল ও পাঁচটি লোহার রড উদ্ধার করা হয়েছে। এ ছাড়া জামায়াতে ইসলামীর সদস্যদের ব্যক্তিগত রিপোর্ট বই, ভাউচার রশিদ ও সভার কার্যবিবরণী বইও জব্দ করা হয়।
আজ শনিবার বেলা ১১টার দিকে শিবগঞ্জ থানার ওসি মনজুরুল আলম এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- শিবগঞ্জ উপজেলা জামায়াতের সদস্য আব্দুল হালিম, মোশারফ হোসেন, আছার উদ্দীন, মমতাজ উদ্দিন, আলাল উদ্দিন, তোফাজ্জল হোসেন, সুলতান মাহমুদ, বেলাল উদ্দিন ও শাহ আলম।
শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের করতকোলা গ্রামে উপজেলা জামায়াতের সাবেক আমির ও রায়নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত আব্দুল খালেকের বাড়ি থেকে শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
ওসি জানান, সরকারবিরোধী কার্যক্রম পরিচালনা, জনমনে ভীতি ও আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ওই বাড়িতে গোপন বৈঠক করছিলেন তারা। এ তথ্য জানার পর শিবগঞ্জ থানা পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যায়। মামলার পর আজ শনিবার বেলা ১২টার দিকে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে, শিবগঞ্জ উপজেলা জামায়াতের গণমাধ্যমবিষয়ক সম্পাদক ফারুক হোসাইন দাবি করেন- ককটেল উদ্ধারের বিষয়টি বানোয়াট। উপজেলা জামায়তের সাবেক আমীর মৃত আব্দুল খালেকের বাড়িতে দোয়া মাহফিল থেকে তাদের আটক করা হয়েছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com