1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
শনিবার, ২৪ মে ২০২৫, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ার শিবগঞ্জে পুত্রবধূকে ধষর্ণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার সোনাতলায় জামায়াতের সংসদীয় আসনের নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত সোনাতলায় অগ্নীকান্ডে ক্ষতিগ্রস্ত ভ্যান চালককে গরু দিলেন ইউপি চেয়ারম্যান টুল্লু সোনাতলায় নাম্বার বিহীন ট্রাকের যন্ত্রাংশ আলাদা করার সময় দুইজন আটক বগুড়ায় ধান কেটে মজুরি না পাওয়ায় ৫ দিনমজুরের থানায় অভিযোগ গাবতলীর বাগবাড়ীতে শহীদ জিয়া কলেজ সরকারীকরণের দাবীতে লিফলেট বিতরণ কাহালুতে আওয়ামীলীগ নেতা গ্রেফতার কাহালুতে দুই ব্যবসায়ীকে ৮৫ হাজার টাকা জরিমানা বগুড়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সোনাতলায় ১০২ মুক্তিযোদ্ধাকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের চিঠি

শিবগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে ৫ সম্ভাব্য প্রার্থী নেতাদের দ্বারে দ্বারে ঘুরছে

  • শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৫

সাজু মিয়া শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি ঃ আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে বগুড়া জেলা পরিষদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে শিবগঞ্জ উপজেলার ১নং ওয়ার্ডের প্রার্থীরা নানা উন্নয়ন মূলক কর্মকান্ডের প্রতিশ্রæতির ফুলঝুড়ি নিয়ে সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছে। এমনিক তারা ভোট যুদ্ধে জয়ী হওয়ার লক্ষে বিভিন্ন দলীয় নেতাদের দ্বারে দ্বারে ঘুরছে দোয়া ও আর্শি¦বাদ নেওয়ার জন্য। প্রার্থীরা ও তাদের লোকজন মোটর সাইকেল সহ বিভিন্ন যান বহন নিয়ে তারা রাত-দিন দাপিয়ে বেড়াচ্ছেন পৌরসভা সহ ৯টি ইউনিয়নের ভোটার ও নেতাদের বাড়ি বাড়ি।
আগামী ১৫ সেপ্টম্বর প্রার্থীদের নমিনেশন জমা দেওয়ার শেষ তারিখ। কিন্তু এ উপজেলার সম্ভাব্য প্রার্থীরা নমিনেশন জমা দেওয়ার পূর্বেই নিজেদের আরামের ঘুম হারাম করে রোদ-বৃষ্টি উপেক্ষা করে এ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ও পৌরসভায় মটর সাইকেল এর বহর সহ ভোটাদের মন জয় করতে বিভিন্ন প্রতিশ্রæতি প্রদান করে আসছে এবং ভোট প্রার্থনায় নেমে পড়েছে। এ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌর মেয়র, পৌর কাউন্সিলর, ৯ ইউপি চেয়ার‌্যামন, সদস্য, সংরক্ষিত নারী সদস্যরা এই নির্বাচনের ভোটার । এ নির্বাচনে ১নং ওয়ার্ডে ১৩২জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
প্রার্থীরা হলেন, সাবেক জেলা পরিষদের সদস্য ইউপি চেয়ারম্যান বর্তমান উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মারুফ রহমান মুঞ্জু, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক রিজ্জাকুল ইসলাম রাজু, মোকামতলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান আপেল, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, বগুড়া জেলা পরিষদের সাবেক সংরক্ষিত সদস্য বর্তমান সৈয়দপুর ইউপি চেয়ারম্যান জাপা নেতা আব্দুল মোত্তালিব এর সহ-ধর্মীনি ছামছুন্নাহার আকতার বানু।

শিবগঞ্জ উপজেলা পরিষদ, শিবগঞ্জ পৌরসভা, বিহার, আটমূল, কিচক, ময়দানহাট্টা, শিবগঞ্জ সদর, মোকামতলা, রায়নগর, দেউলী, সৈয়দপুর ইউনিয়ন এই ৯টি ইউনিয়ন ও পৌরসভা নিয়ে জেলা পরিষদ নির্বাচনের জন্য শিবগঞ্জ ১নং ওয়ার্ড গঠিত হয়েছে। তবে আসন ভাগ করায় পিরব, মাঝিহট্ট ও বুড়িগঞ্জ এই ৩টি ইউনিয়ন পার্শ্ববর্তী কাহালু উপজেলার ৪নং ওয়ার্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার আনিসুর রহমান বলেন, আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর প্রার্থীদের নমিনেশন জমা দেওয়ার শেষ তারিখ বলে তিনি জানান।
এ বিষয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক বলেন, জেলা পরিষদের নির্বাচনে সদস্যপদে উপজেলা আওয়ামীলীগের দলীয় সিদ্ধান্ত মোতাবেক প্রার্থী চূড়ান্ত করা হবে। দল যাকে মনোনয়ন দিবে, আমরা তার পক্ষেই ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো।
এব্যাপারে সাবেক শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও বর্তমান থানা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ মীর শাহে আলম বলেন, আওয়ামীলীগের পাতানো নির্বাচনে বিএনপি অংশ নিবে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট