মোকামতলা(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সকালে নিজ শয়নকক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদোহ উদ্ধার করা হয়। উপজেলার সৈয়দপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত ছাত্রের নাম শাফিউল আলম শাকিল (২০)। সে জগন্নাথপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।
পরিবারের লোকজন জানায়, শাকিল বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটে পড়া লেখা করতো। সম্প্রতি কলেজের পরীক্ষায় ২ বিষয়ে অকৃতকার্য হয় সে। এ নিয়ে বুধবার রাতে বাবা মায়ের সাথে মনমালিন্য ও কথাকাটাকাটি হয় শাকিলের। পরে খাওয়া দাওয়া শেষে নিজ ঘরে শুয়ে পড়ে সে। বৃহস্পতিবার সকালে তার ঘরের দরজা বন্ধ পাওয়া গেলে বেলা ১০টার দিকে দরজা ভেঙে ফ্যানের সাথে ঝুলন্ত মরদেহ দেখা যায় তার । শাকিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সৈয়দ আলমগীর জানান জানান, পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় বাবা মায়ের সাথে অভিমানের এক পর্যায়ে সে আত্মহত্যা করে থাকতে পারে। এ বিষয়ে শিবগঞ্জ থানায় একটি ইউ, ডি মামলা দায়ের হয়েছে।
Leave a Reply