গোলাম রব্বানী শিপনঃ বগুড়ার শিবগঞ্জে পাওনা টাকাকে কেন্দ্র করে মারপিট ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্রা ইউনিয়নের বুজরুক শোকড়া গ্রামের মুন্নু মিয়ার নিকট বিদেশ যাওয়ার জন্য একই গ্রামের মোহাম্মাদ আলী সরকারের পুত্র ঈসমাইল৷ সরকার গত ৫ বছর পূর্বে বিদেশ যাওয়ার সুবাদে চুক্তি মোতাবেক টাকা লেনদেন করেন।
তৎকালীন মুন্নু মিয়া ঈসমাইলকে বিদেশ পাঠাতে দেরি হলে ঈসমাইল অন্য দালালের মাধ্যমে বিদেশ পাড়ি জমায়। ঈসমাইল ৫বছর পর দেশে ফিরে পূর্বের পাওনা টাকা মুন্নু মিয়ার কাছে ফেরত চান। এরপর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে ১লক্ষ টাকা আপোষ মিমাংসা করে নগদ ৫০হাজার টাকা ঈসমাইলকে দেওয়া হয়। বক্রী ৫০ হাজার টাকা কুরবানি ঈদের পর পরিশোধ করার কথা সালিশে বলা হয়। কিন্তু ২৩জুন হঠাৎ সকাল ১০টায় পূর্ব পরিকল্পিত ভাবে ঈসমাইল সরকার তার পুত্র আপেল মিয়া (৩০), বেলাল উদ্দিন (৪৮), এসকেন্দার আলী (৫৪) মুন্নুর বাড়িতে এসে ৫০হাজার টাকা তৎক্ষনাৎ পরিশোধের দাবি করেন। মুন্নু মিয়া নির্ধারিত সময়ে টাকা পরিশোধ করে দেবে বললে তারা ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালাগালি করেন। একপর্যায়ে মুন্নুকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার কথা বলে মুন্নুর শয়ন কক্ষে অনাধিকারে প্রবেশ করে তাকে পাঞ্জা করে ধরে ঘরের বাহিরে আনার চেষ্টা করেন।
এসময় আপেলের হাতে থাকা চাকু দ্বারা মুন্নুর মাথায় সজোরে আঘাত করলে সেটি লক্ষ্যচ্যুত হয়ে তাহার বাম হাতের কনুই এর উপরে লেগে রক্তাক্ত জখম হয়৷ এরপর ৩ নং বিবাদী বেলাল হোসেন মুন্নু কে মাটিতে ফেলে দেয়। এরপর মুন্নুকে মারপিটে মাথায় আঘাত করে আহত করা হয়। পিতা মুন্নুকে রক্ষা করতে ছেলে মাহমুদ (১৫) এগিয়ে এলে তাকেও মারপিট করে আহত করা হয়। একইভাবে তারা মুন্নুর স্ত্রী গোলেনুর জাহানকে মারপিট করে পড়নের কাপড় টানা হেচরা করে বিবস্ত্র করেন। একপর্যায়ে তারা মুন্নুর ঘরে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্নালংকার অসৎ উদ্দেশ্যে লুট করে নিয়ে যায়। এরপর স্থানীয় এলাকাবাসী মুন্নু ও তার ছেলে কে আহত অবস্থায় উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করানে হয়। এ বিষয়ে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ বলেন, অভিযোগ পেয়েছি তদন্তনুয়ায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com