শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ টানা সপ্তমবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পশু কোরবানি দিয়েছেন বগুড়ার শিবগঞ্জ পৌরসভার মেয়র তৌহিদুর রহমান মানিক। পরে কোরবানির সেই মাংস রান্না করে স্বাস্থ্য বিধি মেনে পাঁচ শতাধিক ইমাম-মুয়াজ্জিম,এতিম ও শিক্ষকদের দাওয়াত করে খাওয়ানো হয়। গত বছর গুলোতে শুধু ঈমাম মোয়াজ্জিম ও শিক্ষকদের দাওয়াত দেওয়া হতো এবার তিনটি ছাগল বেশী করে পৌর এলাকার এতিম শিশুদের গরীব দুস্থ মানুষদের দাওয়াত দেয়া হয়েছে। ঈদুল আযহার ৩য় দিন গতকাল মঙ্গলবার সকালে উপজেলা সিএনজি স্ট্যান্ড সংলগ্ন তৃণমূল বার্তা ভবনে শেখ হাসিনার নামে চারটি ছাগল কোরবানি করা হয়। ছাগলগুলি কোরবানি করেন শিবগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক ও শব্দলদীঘি উত্তরপাড়া জামে মসজিদের খতিব আলহাজ মাও: আবদুল মতিন। এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র তৌহিদুর রহমান মানিক, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা এবিএম শাহজাহান চৌধুরী,মহিদুল ইসলাম,শহিদুল ইসলাম.আহসান হাবীব,আসিফ মিল্টন,জাহিদুল ইসলাম, এমদাদুল হক, কৃষকলীগের সভাপতি লুৎফর রহমান, সহ সভাপতি সিরাজুল ইসলাম, শিবগঞ্জ কেন্দ্রীয় বরকতিয়া জামে মসজিদের খতিব মাও: আলমগীর হোসাইন, মাও : আলী আকবর, মাও: আক্তার হোসেন,রাশেদ নূরী, মাও: নুর উদ্দিন, জহুরুল ইসলাম, মাও: ওসমান গনি প্রমুখ। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন জালাল উদ্দিন, শাহ আলম,সাইদুর রহমান,শাহিনুর ইসলাম প্রমুখ। উপজেলার বিভিন্ন হাট থেকে ৬০ হাজার টাকায় চারটি ছাগল কেনা হয়। পরে কোরবানির সেই মাংস পৌর এলাকার ৬০টি মসজিদের ১২০ ইমাম ও মুয়াজ্জিন, পৌর এলাকার সকল এতিম খানার দুইশতাধিক এতিম শিশু এবং শতাধিক শিক্ষকসহ পাঁচ শতাধিক ব্যক্তিকে দাওয়াত করে স্বাস্থ্য বিধি মেনে খাওয়ানো হয়। পৌর সদর বরকতিয়া মসজিদের পেশ ঈমাম মাও. আলমগীর হুসাইন বলেন, তৌহিদুর রহমান মানিক মেয়র নির্বাচিত হবার পর থেকেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ছাগল কোরবানি দিয়ে আসছেন। এ নিয়ে তিনি ৭ বার ছাগল কোরবানি দিলেন। কোরবানির পর সেই মাংস রান্না করে পৌর এলাকার সকল মসজিদের ইমাম মুয়াজ্জিন ও এতিমদের দাওয়াত করে খাওয়ান। আগের প্রতিটি দাওয়াতেও আমি উপস্থিত ছিলাম এবারও দাওয়াত পেয়েছি। শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক এমদাদ বলেন, গত ৭ বছর ধরে মেয়র মহোদয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পশু কোরবানি করে আসছেন। সেই মাংস রান্না করে ইমাম-মুয়াজ্জেম এতিম শিশু ও শিক্ষকদের দাওয়াত দিয়ে খাইয়েছেন। নেত্রীর প্রতি ভালবাসা থেকেই তিনি এমন মহতি কাজ করছেন। মেয়র তৌহিদুর রহমান মানিক বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার প্রতি ভালবাসা থেকেই এ কোরবানি দিয়েছেন।’ পরে ইমাম-মুয়াজ্জিনদের দাওয়াত করে সেই মাংস রান্না করে খাওয়ানো হয়।এবার এদের সাথে এতিম,শিক্ষক ও কিছু গরীব দুস্থ মানুষ যোগকরা হয়েছে। এটিই আমার ঈদের আনন্দ।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com