শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে সৌদি প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের চেষ্টার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এরপর বাদীর বাড়িতে ইট পাটকেল নিক্ষেপ, প্রতিপক্ষের মারপিটে আওয়ামী লীগ নেতা সহ আহত হয়েছে ৫ জন। মামলার প্রেক্ষিতে পুলিশ ধর্ষনের চেষ্টা অভিযুক্ত প্রধান আসামী সাবেক ইউপি সদস্য আনারুল ইসলাম সহ ৪জন কে আটক করে।
থানার মামলা সূত্রে জানা গেছে, দেউলী ইউনিয়নের মধুপুর গ্রামের গৃহবধূ (৩২) এর স্বামী দীর্ঘদিন ধরে সৌদি আরবে থাকেন। এ সুযোগে গৃহবধূর উপর কুনজর পড়ে প্রতিবেশী আনারুলের। রাস্তঘাটে গৃহবুধুকে মাঝে মাঝেই উত্ত্যক্ত করতো বলে বাদী মামলায় উল্লেখ করেছেন। গত শনিবার সকাল ১১ টায় গোয়ালঘর পরিষ্কার করছিল গৃহবধু। ওই গৃহবধূ বাড়িতে একা অবস্থান করার সুযোগে তার শয়নঘরের দরজা খুলে লুকিয়ে ওঁৎপেতে থাকে আনারুল। পরে গোয়ালঘরের কাজ শেষে ঘরে ঢুকতেই আনারুল গৃহবধূকে জাপটে ধরে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় গৃহবধূ চিৎকার দিলে আনারুলের কাছে থাকা বার্মিজ চাকু দিয়ে প্রাণনাশের ভয় দেখায়। এরপরেও ভয়ে গৃহবধু আরো জোড়ে আত্মচিৎকার দিলে আনারুল দরজার পাশে পড়ে থাকা ইট দিয়ে গৃহবধূর বুকে ও মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলে ওই গৃহবধূ। ইতিমধ্যে ঘটনাস্থলে প্রতিবেশীরা পৌঁছিলে আনারুল দৌড়ে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা গৃহবধুকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করে দেয়। রাতেই থানায় মামলা হলে প্রতিপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে গতকাল রবিবার সকালে বাদীর বাড়িতে ইট পাটকেল নিক্ষেপ ও হামলা চালায়। এসময় দেউলী ইউনিয়ন আওয়ামী লীগ এর প্রচার সম্পাদক শাহেদুল ইসলাম, মনোয়ারা বেগম, শাহিবেনী, ছিদ্দিক মিয়া, আল আমিন কে মারপিট করে আটত করে। বর্তমানে আহতরা বগুড়া শজিমেকে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় থানা পুলিশ গতকাল সকালে বিশেষ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী আনারুল ইসলাম, ফুল মিয়া, আশরাফুল ইসলাম, নাজু মিয়া কে আটক করে।
এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল আলম বলেন, ধর্ষনের চেষ্টা মামলা নেওয়া হয়েছে। মামলার প্রধান আসামী আনায়ারুল ইসলাম সহ ৪জন কে গ্রেফতার করা হয়েছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com